তোদের জন্য – পৃথা গোস্বামী
এখন আমরা আছি কিছু দূরে
তাই বলে কি আমরা অনেক দূর?
তোরা আছিস পুরো হৃদয় জুড়ে
ভালো রাখে তোদের কথার সুর।
বন্ধু, তোরা কেমন আছিস বল,
মনে পড়ে আমার কোনও কথা?
জানিস আমার চোখে আসে জল
মনে যখন ঘনায় নীরবতা।
স্মৃতি ভাসে তখন মানস পটে
পিকনিক আর রিহার্সাল এর দিন,
খুনসুটি আর দমকা হাসির চোটে
সেদিনগুলো কত না রঙীন।
বন্ধু, তোরা ভালো থাকিস সবাই
সবসময় যে করি তোদের মিস্,
কাজের ফাঁকে তাইতো বলি ভাই
একটুখানি খবরা-খবর নিস।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
View all posts
আ: হা: কি সুন্দর ! ছোট্ট হাসি , ছোট্ট মুখ
হেসে খেলে কোলাহলে বড়ই সুখ ।
সুন্দর ছন্দোবদ্ধ কবিতা। সুললিত চলনে শান্ত ছোট্ট শ্রোতবতীর দ্বিধাহীন হিন্দোল। অভিনন্দন কবি।
অনেক ধন্যবাদ। 😊