Recent Post

তৃষিত স্রোতস্বিনী: নীতু বেরা

তৃষিত-স্রোতস্বিনী-Nabataru-e-patrika
তৃষিত-স্রোতস্বিনী-Nabataru-e-patrika

তৃষিত স্রোতস্বিনী

ভরা বর্ষায় দুকূল ছাপিয়ে বয়ে চলে 
গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে যাওয়া স্রোতস্বিনী। 
বিরামহীন গতির মাঝে কান পাতলে শোনা যায়—
তৃষ্ণার্ত ঠোঁটের কম্পন;
যায় ভেসে ব্যথাতুর হৃদয়ের গভীর ক্ষত;
তার কাছে বৃষ্টি মানে—
হারানো আকাশ খুঁজে পাওয়া। 
মল্লারের দল যখন আষাঢ় আকাশ ছুঁয়ে           
ভাটিয়ালি সুরে মাতে, 
স্রোতস্বিনীর তন্বী দেহ সিক্ত হয়ে নকশা আঁকে।
টাপুর টুপুর শব্দে মৌনব্রত ভেঙে
তীব্র চাওয়া লাজুক হাসিতে জন্ম দেয়—
নিমেষে এক কাব্যের। 
বৃষ্টিবিলাসী উদাসী প্রেয়সীর সাজ নতুন রূপে;
ফিসফিসিয়ে বলে যায়—
              "ঘন বাদল বরিষণ, 
               আগাম দিলেম নিমন্ত্রণ।"

Author

  • নীতু বেরা

    বর্তমান সময়ে যাঁরা পরিণত লেখনীর মাধ্যমে পাঠক হৃদয় সহজেই জয় করে ফেলেছেন তাঁদের মধ্যে অবশ্যই নীতু বেরা একজন। পশ্চিম মেদিনীপুর জেলার বালিচকের বাড়িতে বড়ো হয়ে ওঠা লেখিকা নীতু বেরা শৈশবেই বাবাকে হারান। স্কুলজীবন অতিবাহিত হয় হস্টেলে। পড়াশোনার কারনে বাড়িতে থাকার সুযোগ খুব বেশি একটা ছিল না তাঁর। বর্তমানে কর্মসূত্রে তিনি ঝাড়গ্রামে থাকেন। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ও পরবর্তীতে বি.এড. উত্তীর্ণা নীতুদেবী বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। অবসর সময়ে লেখালেখি করেন, এছাড়া বেড়ানো, নানান সেবামূলক কাজের মধ্য দিয়ে সময় কাটাতেও বেশ পছন্দ করেন তিনি। তাঁর কথায়, "আমি অনেকদিন থেকেই লেখালেখি করতাম, তবে সেই লেখা ডাইরির মধ্যেই সীমাবদ্ধ থাকত। এখন সোস্যাল সাইটের আনুকূল্যে তা অনায়াসেই সকলের সামনে মেলে ধরতে পারি"। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে, লেখিকা নীতু বেরা তাঁর লেখার নিজস্বতার কারণে ইতিমধ্যেই নবতরু ই-পত্রিকার মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে গেছেন।

One thought on “তৃষিত স্রোতস্বিনী: নীতু বেরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
কবিতা / ছড়া

ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব

    ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
    প্রশান্তি আনে তর ছোঁয়া।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
    কবিতা / ছড়া

    সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

      বারবার আমিও ফিরে আসি
      পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
      দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

        শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
        শৈশব মাখা স্মৃতিতে।
        ভাবনার মেঘে রংধনু আঁকা
        বকের পাখায় লাগে তাই
        ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন