বর্তমান সময়ে যাঁরা পরিণত লেখনীর মাধ্যমে পাঠক হৃদয় সহজেই জয় করে ফেলেছেন তাঁদের মধ্যে অবশ্যই নীতু বেরা একজন। পশ্চিম মেদিনীপুর জেলার বালিচকের বাড়িতে বড়ো হয়ে ওঠা লেখিকা নীতু বেরা শৈশবেই বাবাকে হারান। স্কুলজীবন অতিবাহিত হয় হস্টেলে। পড়াশোনার কারনে বাড়িতে থাকার সুযোগ খুব বেশি একটা ছিল না তাঁর।
বর্তমানে কর্মসূত্রে তিনি ঝাড়গ্রামে থাকেন।
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ও পরবর্তীতে বি.এড. উত্তীর্ণা নীতুদেবী বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। অবসর সময়ে লেখালেখি করেন, এছাড়া বেড়ানো, নানান সেবামূলক কাজের মধ্য দিয়ে সময় কাটাতেও বেশ পছন্দ করেন তিনি। তাঁর কথায়, "আমি অনেকদিন থেকেই লেখালেখি করতাম, তবে সেই লেখা ডাইরির মধ্যেই সীমাবদ্ধ থাকত। এখন সোস্যাল সাইটের আনুকূল্যে তা অনায়াসেই সকলের সামনে মেলে ধরতে পারি"। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে, লেখিকা নীতু বেরা তাঁর লেখার নিজস্বতার কারণে ইতিমধ্যেই নবতরু ই-পত্রিকার মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে গেছেন।
অনবদ্য ভাষায় কবিতা সাজানো।