Recent Post

তুমি সিদ্ধার্থ: মিঠু ঘোষ

তুমি সিদ্ধার্থ: মিঠু ঘোষ

তুমি সিদ্ধিলাভের সিদ্ধার্থ
বোধি বৃক্ষের তলায় সাধনায়
তুমি ছিলে রত,
সেই তুমি... সিদ্ধার্থ।

ঐশ্বর্য,  বিলাসিতা ছেড়ে
ভোগ, প্রাচুর্য, লালসার ত্যাগে তুমি
হয়েছ মহা মানবের মহান,
সেখানে সবাই করে সম্মান,
সেই তুমি... সিদ্ধার্থ।

জন্মকালে মৃত্যু তোমার মাতা,
মানুষ হলে বিমাতা গৌতমীর কোলে।
তুমি অসাধারণ...
সর্ব জীবের প্রতি তোমার অগাধ প্রেম,
অহিংসার শুচিতায় তোমার শুভ প্রাণ,
সেই তুমি... সিদ্ধার্থ।

তুমি উপলব্ধি করেছিলে
মানসিক শান্তির জন্য কিংবা
একাগ্রতার জন্য প্রয়োজন দেহ ও মনের সুস্থতা,
তুমিই বলেছিলে সৎ কর্মই
আত্মার উন্নতি সাধন।
তুমি ছিলে জ্যোতির্ময়
মহাপুরুষ উজ্জ্বল,
তুমি ছিলে বলিষ্ঠ মানবতার
নক্ষত্র জ্বলজ্বল।
সেই তুমি... সিদ্ধার্থ।

Author

  • মিঠু ঘোষ

    ১৯৭৫ সালে আলিপুরদুয়ারে জন্মগ্রহণ করেন লেখিকা মিঠু ঘোষ। বাল্যকাল কাটে জলপাইগুড়ি শহরের অনতিদূরে তোরোলপাড়া গ্রামে। বিদ্যালয় জীবন কেটেছে গ্রামেই তারপর শহরের বিদ্যালয় থেকে পাঠ সম্পূর্ণ করে প্রসন্নদেব কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অন্যান্য কাজের মধ্যেই তাঁর শখ কবিতা ও গল্পের চর্চা। অবসর সময়ে কবিতা আর গল্প বই পড়তে ভালোবাসেন তিনি। তাঁর কথায়, "কবিতা আমার জীবন।" বাংলা ভাষার পাশাপাশি দখল আছে হিন্দি ভাষাতেও। স্নাতক স্তরে এই দুটি বিষয়েই তিনি অধ্যয়ন করেন। এছাড়াও তিনি চান লেখালেখির পাশাপাশি জীবনে মানুষের জন্য কিছু কাজ করতে। বিভিন্ন কবি এবং সাহিত্যিকদের লেখা ওনাকে উৎসাহিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন