১৯৭৫ সালে আলিপুরদুয়ারে জন্মগ্রহণ করেন লেখিকা মিঠু ঘোষ। বাল্যকাল কাটে জলপাইগুড়ি শহরের অনতিদূরে তোরোলপাড়া গ্রামে। বিদ্যালয় জীবন কেটেছে গ্রামেই তারপর শহরের বিদ্যালয় থেকে পাঠ সম্পূর্ণ করে প্রসন্নদেব কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
অন্যান্য কাজের মধ্যেই তাঁর শখ কবিতা ও গল্পের চর্চা। অবসর সময়ে কবিতা আর গল্প বই পড়তে ভালোবাসেন তিনি। তাঁর কথায়, "কবিতা আমার জীবন।" বাংলা ভাষার পাশাপাশি দখল আছে হিন্দি ভাষাতেও। স্নাতক স্তরে এই দুটি বিষয়েই তিনি অধ্যয়ন করেন। এছাড়াও তিনি চান লেখালেখির পাশাপাশি জীবনে মানুষের জন্য কিছু কাজ করতে। বিভিন্ন কবি এবং সাহিত্যিকদের লেখা ওনাকে উৎসাহিত করে।