সন্ধ্যাতারা ফুটে উঠলেই নিঝুম ধরণীতলে একটি শেয়াল তক্কে তক্কে থাকে।
দিঘি জল ত্যাগ করে হাঁস।
রক্তে লাল সন্ধ্যার আকাশ
শিয়ালের ঠোঁটে ঝোলে লাজবতী হাঁস।
সন্ধ্যা হলেই আধবাঘাদের গন্ধে গুমোট পয়সাগাড়ি।
সবারই আড়ি
কীভাবে যে ভাব হয় জানে
প্রকৃত জহুরী।
সন্ধ্যাতারা ফুটে উঠলেই চারদিকে পুরুষগন্ধ ফুলদল চুরি ও ছিনারি।
কামিনী ও নয়নতারা আড়ালে।
তারার কাঁপন টের পায় জোনাকির ডানা সন্ধার আঁচলে।
ফুল ঝরে
নবজন্মের বিকাশ পঞ্জিকা রচিত হতে থাকে
রাত্রির গহনে।
তখন যে তারাটি জেগে থাকে
সে চেনে না সন্ধ্যাকে।
তখন ধরণীতলে শিয়ালের ঠোঁটে হাঁস।
চরাচরে স্নিগ্ধ মৃদু মিহিন বাতাস।
আশির দশকের কবি ও গল্পকার দেবাশিস সরখেল পুরুলিয়া জেলার রঘুনাথপুরের নড়িরা/নডিরা গ্রামে জন্মগ্রহণ করেন। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে প্রথমে ভারতীয় ডাক বিভাগ ও পরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে বর্তমানে অবসরকালীন সময়ে সাহিত্য চর্চায় নিমগ্ন রয়েছেন। নিজস্ব উদ্যোগে তৈরি করেছেন একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সেখানে নিয়মিত সাহিত্যের আসর বসে।সাহিত্যের বিভিন্ন ধারায় তাঁর অবাধ বিচরণ।
কবিতা, গল্প-সহ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অনেকগুলিই।