Recent Post

ডাক

image – Pixabay

ডাক – রঞ্জন কুমার বেরা

লড়াই এখনও অসমাপ্ত
ডাকছে রনাঙ্গন,
অধিকারের এই লড়াইয়ে সখা
তোমাকেই প্রয়োজন।

বৈষম্য পাহাড় প্রমাণ
ধুঁকছে মানবতা,
পূঁজিবাদের পিশাচ গ্রাসে
গরিবের স্বাধীনতা।

দিকে দিকে শুকনো মুখে
অপুষ্টি খায় কুঁড়ে,
তারি পাশ দিয়ে মেদ-পুঁটুলি
বাতানুকুলে চড়ে।

"ওদের কেন অট্টালিকা?
আমাদের ফুটপাথ,
ওদের আহারে কত শত পদ
মোদের জোটেনা ভাত!"

স্বাধীন দেশে জন্ম নিয়ে
কেন এত বৈষম্য?
কেন কাঁদে আজ বিচারের বাণী
হয়নিকো বোধগম্য।

শত শহীদের আত্মত্যাগের
স্বপ্নের এই দেশে।
মুখের থেকে মুখোশ বেশি
আদর্শ যায় ভেসে।

প্রস্তুত হও কেড়ে নিতে হবে
নিজেদের অধিকার,
ডাক দিয়ে যাই, পথে এসো সখা,
বুঝে নাও এইবার।

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

One thought on “ডাক”

  1. আমি এই অন লাইন পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আগামী দিনে বাংলা সাহিত্যেকে আরো সমৃদ্ধ করতে এই ই পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করুক। অনেক অনেক শুভেচ্ছা রইলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন