সাম্প্রতিক ঘটনাবলী:টোকিয়ো ২০২০ অলিম্পিক্স
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) দ্বারা আয়োজিত পৃথিবীর সবথেকে বড়ো ক্রীড়া প্রতিযোগিতাটি হল অলিম্পিক গেমস বা অলিম্পিক্স(গ্রীষ্মকালীন অলিম্পিক)। ১৮৯৬ সাল থেকে আরম্ভ হওয়া প্রতিযোগিতামূলক এই অলিম্পিক গেমস প্রতি চার বছর অন্তর লিপ-ইয়ারেই অনুষ্ঠিত হয়। ২০২০ টোকিয়ো অলিম্পিক্স গত বছর কোভিড-১৯-এর কারণে অনুষ্ঠিত হতে না-পারলেও এ-বছর(২০২১) জাপানের টোকিয়ো শহরে অনুষ্ঠিত হল। ২০২১ সালে অনুষ্ঠিত হলেও বিপণন ও ব্র্যান্ডিং-এর কারণে এর নাম “টোকিয়ো ২০২০” রাখা হয়েছে।
২৩ জুলাই, ২০২১ থেকে ৮ অগস্ট, ২০২১ পর্যন্ত ১৭ দিন ধরে চলা এবারের এই অলিম্পিক্স-এ অংশগ্রহণ করেছে ২০০-র বেশি দেশ। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের পদক দিয়ে সম্মানিত করা হয়।
এ-বছর পদক তালিকার শীর্ষে আছে ইউএসএ(আমেরিকা যুক্তরাষ্ট্র), এদের সংগ্রহে সোনা, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ১১৩টি পদক। ৮৮টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে চিন এবং তৃতীয় স্থানে আছে ৫৮টি পদক পাওয়া জাপান। আমাদের দেশ সর্বমোট ৭টি পদক লাভ করে আটচল্লিশতম স্থানে আছে। ভারতের পদক বিজয়ীদের নাম, ইভেন্ট ও পদক নীচে দেওয়া হল—

১) নীরজ চোপড়া(জ্যাভলিন থ্রো)—স্বর্ণ
২) মীরাবাই চানু(ভারোত্তোলন)—রৌপ্য
৩) রবি কুমার দাহিয়া(কুস্তি)—রৌপ্য
৪) বজরং পুনিয়া(কুস্তি)—ব্রোঞ্জ
৫) ভারতীয় হকি দল—ব্রোঞ্জ
৬) পিভি সিন্ধু(ব্যাডমিন্টন)—ব্রোঞ্জ
৭) লভলিনা বরগোঁহাই(বক্সিং)—ব্রোঞ্জ
পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক্স ২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। এবং সদ্য সমাপ্ত টোকিয়ো ২০২০ অলিম্পিক্সের পরেই ২৪ অগস্ট থেকে ওখানেই শুরু হয়েছে ১৬তম প্যারালিম্পিক্স(বিশেষভাবে সক্ষম খেলোয়ারদের জন্য); চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
জানেন কি?
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদক(পারফর্মেন্স এনহ্যান্সমেন্ট ড্রাগ) কেলেঙ্কারির দায়ে রাশিয়া ২০১৯ সালে চার বছরের জন্য নির্বাসিত হয়, যদিও পরে ২০২০ সালে তা কমিয়ে দু’বছর করা হয়। একই সঙ্গে যেসব ক্রীড়াবিদ ড্রাগ নিয়েছিলেন, তাঁরাও নির্বাসিত হন। তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য— রাশিয়ান অ্যান্টি-ডোপিং বা মাদকবিরোধী প্রতিষ্ঠানের তথ্য বদলে দেন রাষ্ট্রীয় কর্মকর্তারা, যার ফলে ‘ওয়াডা’ (WADA-World Anti Doping Agency) রাশিয়াকে ২০১৫ সাল থেকে অ্যাথলেটিকসে নির্বাসিত করে এবং ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকেও রাশিয়া নির্বাসিত হয়।
২০২২ সালের বেজিং শীতকালীন অলিম্পিক ও চলতি মাসে টোকিয়ো প্যারালিম্পিক(বিশেষভাবে সক্ষমদের অলিম্পিক)-এও এই নির্বাসন বজায় থাকবে। কিন্তু মানবিক কারণে নিরপরাধ রাশিয়ান ক্রীড়াবিদদের টোকিয়ো ২০২০ অলিম্পিকে শর্তসাপেক্ষে অংশগ্রহণ করতে দেওয়া হয়। শর্তাবলীর মধ্যে প্রধান ছিল কোনোরকম জাতীয় চিহ্ন বহন করা যাবে না(সঙ্গীত, পতাকা, নাম)। রাশিয়ার ৩৩৫ জন ক্রীড়াবিদ ‘রাশিয়ান অলিম্পিক কমিটি’-র সংক্ষিপ্ত নাম ‘আর-ও-সি’ এই নামে নিজেদের নথিভুক্ত করেন(আরওসি-এর সম্পূর্ণ নামটিও ব্যবহার করা যায়নি কারণ এতে ‘রাশিয়া’ শব্দটি রয়েছে)। তাঁরা জাতীয় পতাকা, চিহ্ন, সঙ্গীত বা কোনোরকম কিছু যা রাশিয়াকে বোঝায় তা ব্যবহার করতে পারেননি।
এমনকি তাঁদের কিটব্যাগ বা পোষাকেও আরওসির নিজস্ব চিহ্ন বহন করতে হয়েছিল, যেখানে সাধারণত দেশের জাতীয় পতাকা বা চিহ্ন ব্যবহার করা হয়। আরওসি-র পতাকায় রাশিয়া সবমিলিয়ে ৭১টি পদক নিয়ে পঞ্চম স্থান পেয়েছে, যার মধ্যে ২০টি সোনা, ২৮টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ রয়েছে।
(তথ্য ঋণ: অংশুমান বন্দ্যোপাধ্যায়)
One thought on “সাম্প্রতিক ঘটনাবলী:টোকিয়ো ২০২০ অলিম্পিক্স”