টোকিয়ো প্যারা অলিম্পিক—সাফল্যের শিখরে ভারত: দীপ্তেশ চট্টোপাধ্যায়
টোকিয়ো অলিম্পিকের পর এবার ষোড়শ প্যারা অলিম্পিকের আসর বসেছিল ২৪ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। জাপানের রিও তানিগুচির সৃষ্ট ‘সোমেইটি’ ছিল এবছরের ম্যাস্কট। উল্লেখ্য ১৯৬৪ সালের পর এবছর দ্বিতীয়বার গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের আয়োজন করল জাপান। এবছরের থিম ছিল ‘আবেগের দ্বারা সংঘবদ্ধ'(United by Emotion)। প্যারা অলিম্পিকের ইতিহাসে ভারতের সাফল্য বিগত বছরগুলির তুলনায় সর্বশ্রেষ্ঠ। গত বছরের রিও-তে যেখানে পদক সংখ্যা ছিল চারটি সেখানে এবার উনিশটি পদক নিয়ে ভারত পদক তালিকায় চব্বিশতম স্থানে উঠে এসেছে। স্বর্ণপদকের সংখ্যা পাঁচটি এবং রৌপ্য ও ব্রোঞ্জ পদকের সংখ্যা যথাক্রমে আটটি ও ছয়টি। সর্বোপরি চুয়ান্ন জন ক্রীড়াবিদের দল এবছর ভারতের প্রতিনিধিত্ব করেছিল যা ভারতের বিগত প্যারা অলিম্পিকের ইতিহাসে সর্বপ্রথম। হরিয়ানার তিরন্দাজ টেক চাঁদ এবং রাজস্থানের শুটার অবনী লেখারা যথাক্রমে উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানের ভারতের পতাকা বাহক হিসাবে অংশগ্রহণ করেন।

সর্বপ্রথম পদক প্রাপক হিসাবে এবারে যার নাম উল্লেখ্য তিনি হলেন অস্ট্রেলিয়ার সাইকেল আরোহী পেইগে গ্রেকো। ভারতের হয়ে প্রথম পদকটি রৌপ্যপদক হিসাবে জিতে নেন প্যারা টেবিল টেনিসে ভাবিনা প্যাটেল। ২৪৯.৬ স্কোরের সঙ্গে বিশ্বরেকর্ড গড়ে দশ মিটার প্যারা এয়ার রাইফেলে একটি স্বর্ণপদক দেশকে উপহার দেন উনিশ বছর বয়সী রাজস্থানের অবনী লেখারা এবং তার সঙ্গে একটি ব্রোঞ্জ পদকও তিনি জিতে নেন। অন্যদিকে ইংল্যান্ডের ড্যানিয়েল ব্যাথেলকে পরাস্ত করে পুরুষদের প্যারা ব্যাডমিন্টন বিভাগে ভারতের ইতিহাসে সর্বপ্রথম স্বর্ণপদক জিতে নজির গড়েন প্রমোদ ভগত। হরিয়ানার জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল ৬৮.৫৫ মিটার থ্রো বিভাগে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেশকে স্বর্ণপদক উপহার দেন। অপর দুইজন স্বর্ণপদক প্রাপক হিসেবে প্যারা ব্যাডমিন্টন (একক) খেলোয়াড় কৃষ্ণা নাগার এবং ৫০ মিটার শুটিং(মিক্সড) বিভাগের মনীশ নারওয়াল-এর অবদানও অনস্বীকার্য।
২০২০ টোকিও প্যারা অলিম্পিকে পাঁচটি স্বর্ণপদক ছাড়াও মোট আটটি রৌপ্যপদক ভারত অর্জন করেছে। এর মধ্যে প্যারা হাইজাম্প বিভাগে তিনটি রৌপ্যপদক দেশকে এনে দিয়েছেন যথাক্রমে হিমাচল প্রদেশের নিশাদ কুমার, তামিলনাড়ুর এম. থাঙ্গাভেলু এবং উত্তরপ্রদেশের প্রবীন কুমার। ৪৪.৩৮ মিটার ডিসকাস ছুড়ে রৌপ্য পদক নিজের দখলে করেছেন হরিয়ানার যোগেশ কাথুনিয়া। প্যারা জ্যাভলিন বিভাগে ৬৪.৩৫ মিটার জ্যাভলিন ছুড়ে রৌপ্যপদক প্রাপকের তালিকার আরও এক উজ্জ্বল নাম রাজস্থানের দেবেন্দ্র ঝাঝারিয়ার। আরও দুই জন রৌপ্যপদক প্রাপক খেলোয়াড় হলেন প্যারা শুটিং (মিক্সড) বিভাগের হরিয়ানার সিংহরাজ আদানা, যিনি প্যারা শুটিং বিভাগে একটি ব্রোঞ্জ পদকও জিতেছেন এবং অপর নাম প্যারা ব্যাডমিন্টন বিভাগে উত্তরপ্রদেশের সুহাস এস যাঠিরাজের।
ভারতের ইতিহাসে সর্বপ্রথম প্যারা তিরন্দাজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে হরভিন্দর সিং ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করেছেন। এছাড়াও ৬২.৫৮ মিটার জ্যাভলিন থ্রোয়ের মাধ্যমে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন রাজস্থানের এস সিং গুরজার। প্যারা ব্যাডমিন্টন বিভাগেও এসেছে ব্রোঞ্জপদক এবং তা এসেছে মনোজ সরকারের হাত ধরে। বিহারের শরোদ কুমার প্যারা হাইজাম্প বিভাগে ব্রোঞ্জ পদকের খেতাব জিতেছেন। সর্বসাকুল্যে এবারের প্যারা অলিম্পিকের দৌড়ে ভারতের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
উল্লেখ্য এবার ২০৭ টি পদকের সঙ্গে পদক তালিকার শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন(১২৪ টি) এবং আমেরিকা রয়েছে তৃতীয় স্থানে(১০৪ টি)। আগামী ২০২৪ সালের গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের আসর বসতে চলেছে ফ্রান্সের প্যারিসে। আশা রাখব ভারত সেখানেও নিজের রেকর্ডের ধারা অব্যাহত রাখবে।