
"তুমি আমার খোলা বারান্দা হয়ে থেকো..।" সারাদিন ঘরে বসে বসে, যখন হাঁফিয়ে উঠবে আমার মন..! আমি তোমার মাঝে এসে দাঁড়াব....। বুক ভরা শ্বাসে বেঁচে উঠব আবার নতুন করে। তোমার কথা, তোমার কণ্ঠস্বর আমায় ঋদ্ধ করবে, রিক্ত করবে, উজাড় করবে তোমার পদযুগলে.... তুমি থেকো, তুমি থেকো সদা ... এক ছিটকিনি দূরত্বে....!!"