যতবার আমি গাছেদের কাছে
গিয়ে কথা বলার চেষ্টা করেছি
ওরা চুপ করে নিরুত্তর থেকে
বন্দি শ্রমিকের মতো কথা শুনেছে
আজ্ঞা পালনের জন্য তটস্থ হয়ে
কেবলই মনে হয়েছে ওরা কিছু বলতে চায়
কিন্তু বলতে পারছে না সম্মোহনী আবেশে।
ঠিক তখনই রাতচরা পাখি বলে উঠল
হতভাগা তুই জীবন্ত মানুষের কাছে গিয়ে
ওদের কথা শোন পেয়ে যাবি গাছেদের উত্তর কত মানুষ লুকিয়ে রেখেছে।
অবশ্য সে কথা বুঝছে না কেউ ধৃতরাষ্ট্র
হয়ে দৃষ্টিকে জীবনে একমুখি রেখে
সময়ের সাথে এক্কাদোক্কা খেলছে সবাই।
সবারই চাই এক আকাশ সম্ভোগ উপভোগ
অজুহাতে খ্যাপার মতো বলে চলেছে জীবন তো একটাই।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
খুব ভালো। একটা সুনীল গাঙ্গুলী ছোঁয়া পাচ্ছি বলার ধরনে