মুখোশধারী দুনিয়া সুখী,
দুঃখ সেথায় পর;
জীবন-দাবায় মুখোমুখি,
শুধু তুমিই তোমার ৷
তোমার ভালোতেও কালো,
আর খারাপেও সাদা,
প্রতিপক্ষ কে তা বলো,
শুধোয় অসহায় পেয়াদা ৷
ভাবেন বসে মন্ত্রী-রাজা,
দেবেন কি উত্তর!
সাদা কালো সে তো অতীত,
এখন সবই ধূসর!
খেলায় খেলায় জিতছ কোথাও,
কোথাও ভাঙে নদীর ধার,
দূরের লোককে আপন বানাও,
হতে স্বার্থের সাঁকো পার।
দু'কূল ছাপিয়ে আসা বেনোজল,
শেখায় তোমায় পরাজয়,
হারকে হারিয়ে হবে সফল,
পাবে বলো কিসের ভয় !
কঠিন হোক কিংবা সরল,
পথ না হয় লক্ষ্যহীন,
ভেঙে মনের অচল আগল,
পথিক চলুক অন্তহীন ৷
কবি সামিমা খাতুনের জন্ম ১৯৯০ সালে হুগলির সিঙ্গুরে। আর পাঁচজন বাচ্চার মতোই শুরু হয় তাঁর পড়াশোনা। স্নাতকোত্তর উত্তীর্ণ লেখিকা সামিমা খাতুন বর্তমানে সচিবালয় সহায়ক হিসাবে নিযুক্ত আছেন৷ পেশাগত ব্যস্ততার বাইরে তিনি ভালোবাসেন গল্পের বই পড়তে ও লেখালেখি করতে। তাঁর কথায়, "লিখতে ভালো লাগে স্কুলে পড়ার সময় থেকেই; যখন যা মাথায় আসে লিখি। এর বেশি কিছু নয়।"
ভাল লাগা কবিতা ও কবি।
অনেক ধন্যবাদ