Recent Post

জলপিপি জানে: দেবাশিস সরখেল

জলপিপি জানে: দেবাশিস সরখেল

জলপিপি জানে
 মহিষবাথানের মতো মেঘচূড়া
 ধরপাকড় চলছে আসমানে।
 পুকুরের জলে ডুবছে উঠছে পুহী
 মাছাল খর্বদেহী
 মনের তরঙ্গে চলে ভাসানের গান ও ঝুমুর।
 দাঁড়ি ফেলে নাচায়
 একবার ঢড় উঠে 
 হঠাৎ মাগুর।
 দূরের ঘাটের দিকে চোখ 
 থালাবাসনের টুংটাং।
 আকাশ মন্ত্র পড়ে  
 অং বং চং।
 জল মাছ ঘাটে ভেজে রমণী
 মাছাল বর্ষণ সুখে কদম কানাই।
 জলপিপি জানে
 আকাশের খামে সেই পুরাতন চিঠি।
 সব্বনাশীর বিটি
 সেই কবে ঘটে গেছে
 ফিরবার নাম নেই কোনও।

Author

  • দেবাশিস সরখেল

    আশির দশকের কবি ও গল্পকার দেবাশিস সরখেল পুরুলিয়া জেলার রঘুনাথপুরের নড়িরা/নডিরা গ্রামে জন্মগ্রহণ করেন। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে প্রথমে ভারতীয় ডাক বিভাগ ও পরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে বর্তমানে অবসরকালীন সময়ে সাহিত্য চর্চায় নিমগ্ন রয়েছেন। নিজস্ব উদ্যোগে তৈরি করেছেন একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সেখানে নিয়মিত সাহিত্যের আসর বসে।সাহিত্যের বিভিন্ন ধারায় তাঁর অবাধ বিচরণ। কবিতা, গল্প-সহ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অনেকগুলিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন