শখ করে বন্ধু রজতের মোটরসাইকেলটি একবার চালিয়েছিল সঞ্জয়। আর গাড়িটা একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে উলটে গিয়েছিল রাস্তায়। এতেই বেজায় চটে গিয়েছিল রজত। বন্ধু সঞ্জয়ের সঙ্গে কথাবার্তা সেই থেকে বন্ধ।
আজ চারবছর হল সরকারি দফতরে চাকরি করে সঞ্জয়।

আড়াই লাখ টাকা দামের রয়্যাল এনফিল্ড
মোটরসাইকেল কিনে বাকি বন্ধুদের সঙ্গে ঘুরছে সঞ্জয়।
রজত নিজের সেইদিনের ব্যবহারে মুখের উপর যোগ্য জবাব পেয়ে তাকিয়ে
রইল নতুন গাড়িটার দিকে।
ভটভট…ভটভট আওয়াজ শুধু দূর পর্যন্ত শোনা গেল।