
ছুটন্ত জীবন:বিকাশ চক্রবর্তী
ছুটতে ছুটতে চলছে জীবন নেই তো কোন ছুটি— ভাবনা শুধু জীবন সুতো কখন যাবে টুটি৷ ছোটার বিরাম নেই তো কোনও নেই কোনও অবসর, এই জীবনে উঠল গড়ে অনেক নতুন ঘর৷ ছোটাছুটি লেগেই আছে পথ পাইনা খুঁজে— বেমানান সব ভুলগুলো আজ দেখছি মনে বুঝে। ছোটার শেষে থামব কোথায় নাই ঠিকানা জানা, ছুটন্ত মোর এই জীবনে কেউ করে না মানা৷ হাঁপিয়ে পড়ি ছোটার পথে তাও নেই বিশ্রাম— হয়তো শেষে দিতেই হবে আমার ছোটার দাম৷৷