Recent Post

ছা-পোষা: সামিয়েল সহেল মণ্ডল

ছা-পোষা: সামিয়েল সহেল মণ্ডল

ইচ্ছেরা মেঘের ভেলায়
উড়ে বেড়ায় খামখেয়ালী,
খোয়া দেওয়া তিস্তার স্রোতে;
পাহাড়ের পাকদণ্ডীতে, ঝাউবনের নিবিড়তায়
চুপিচুপি চুম্বনে
ছাতার আড়াল খোঁজে মেঘ!
একা অথবা কয়েকজন
সন্ধ্যা নামে যখন
তবুও তো একা।

ডিমের কুসুমের মতন
সূর্য ওঠে, ডুবে যায়—
পাহাড়ের নিস্তব্ধ আলিঙ্গনে
আমি চাই, আমি চাই।
আমি নিশ্চিত নীরবতায় 
সন্তানের আলিঙ্গনে—
বিলাসীতা খুঁজে পাই।
তার ঠোঁটের স্পর্শে
হৃদয়-তিস্তায় হরপা বান আসে
তাই
ঘরে ফিরে আসি
হিসাবের খাতার মাঝে।

Author

  • সামিয়েল সহেল মণ্ডল

    গদ্য ছন্দে লেখা একের পর এক সৃষ্ট কবিতা যাঁর লেখনির গুণে অসামান্য হয়ে ওঠে সেই মানুষটি হলেন পূর্ব বর্ধমান জেলার মুরাতিপুরের সামিয়েল সহেল মণ্ডল। কবি সামিয়েল সহেল মণ্ডলের জন্ম ১৯৮৭ সালে। মুরাতিপুরের মাটিতেই তাঁর বড়ো হয়ে ওঠা, মাধ্যমিক উত্তীর্ণ হন আল আমীন মিশন থেকে। উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন এরুয়ার বি এম ডি পি উচ্চ বিদ্যালয় থেকে। এরপর চন্ডীদাস মহাবিদ্যালয় থেকে স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তিনি। বাংলা এবং ইতিহাস এই দু'টি বিষয়ে তিনি স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন। পড়াশোনা ও লেখালেখির পাশাপাশি তাঁর শখ বিভিন্ন জায়গায় ভ্রমণ করা। নিজের সৃষ্টির জগতে যথেষ্ট ভাবনা চিন্তার ছাপ লক্ষ্য করা যায়। যদিও নিজেকে খামখেয়ালী স্বভাবের মানুষ হিসাবে দেখতেই পছন্দ করেন তিনি। নবতরু ই-পত্রিকায় তাঁর লেখা কবিতাগুলি পাঠক হৃদয় জয় করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন