Recent Post

চিঁড়ের পকোড়া: শান্তশ্রী সরকার

কীভাবে চিঁড়ের পকোড়া তৈরি করবেন

উপকরণ:-

দু’কাপ চিঁড়ে 

একটা বড় সিদ্ধ আলু

এক চামচ হলুদ

পরিমাণ মতো লবণ

সামান্য চিনি

এক চামচ কর্ণফ্লাওয়ার

দু’চামচ বেসন

একটা বড় দেখে পেঁয়াজ বা দুটো ছোট সাইজ়ের পেঁয়াজ

দুটো লঙ্কা কুচানো

সাদা তেল

চাট মশলা

টমেটো সস

পদ্ধতি:—

প্রথমে চিঁড়ে ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। পাঁচ মিনিট অপেক্ষা করে একটা বড় পাত্রে চিঁড়েটাকে রেখে তার মধ্যে সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন, কর্নফ্লাওয়ার, লবণ, চিনি, হলুদ সব একসঙ্গে মিশিয়ে মাখতে হবে মিহি করে। এমন হবে মিশ্রণটায় যাতে চিঁড়েটা মিশে যায়। এরপর ছোট লাড্ডুর আকারে বানাতে হবে। তারপর সাদা তেল কড়াই-তে দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে তেলটা গরম করতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে গ্যাসটা মিডিয়াম করে পাঁচ থেকে ছ’টা চিঁড়ের বল দিতে হবে। একসঙ্গে দেওয়া যাবে না। এরপর লাল লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এরপর চাটমশালা আর সস্ দিয়ে গরম গরম পরিবেশন করুন চিঁড়ের পকোড়া।

Author

  • শান্তশ্রী সরকার

    নবতরু ই-পত্রিকায় রান্নাবান্না বিভাগে লেখালেখি করছেন শান্তশ্রী সরকার। ১৯৮৪ সালে বর্ধমান শহরে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা কেটেছে শান্তিনিকেতনের ছাত্রীনিবাসে। ইতিহাস বিষয়ে স্নাতক শান্তশ্রী সরকার বর্তমানে হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা এবং পেশাগতভাবে একজন নার্স। ভালোবাসেন রান্নাবান্না করতে। ছবি আঁকা ও নৃত্যেও বিশেষ অনুরাগ আছে তাঁর। আছে রান্নাবান্না নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নবতরু-ই-পত্রিকা
ছোটো গল্প অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

প্রতিচ্ছবি: সুদীপা পাঠক

    তারপর থেকে শুধু মা-ই ছিল দীপার সব। এরপর পড়াশোনা আর তারপর বিয়ে। মায়ের পছন্দ করা ছেলের সাথে বিয়ে হল দীপার। নাম রজত। বেশ ভালোই কাটছিলো দিনগুলো। প্রতি বছর আজকের দিনে মা ফোন করে দীপাকে অনেক আশীর্বাদ করতেন।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    কবিতা / ছড়া অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

    দোয়াত: আয়ূব হোসেন

      গিলে ফেলি আস্ত অভিমান,
      অপরাধবোধ, অপমান।
      পায়ের তলায় চোখের শিশির

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কচিপাতা অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

      দন্তরাক্ষসের গল্প: অদ্রিজা মুখোপাধ্যায়

        অনেকদিন আগে একটা গভীর বন ছিল। সেইখানে একটা গুহা ছিল। সেই গুহাতে থাকত একটা বড়ো দন্তরাক্ষস। কোনও মানুষেই জানত না যে ওই গুহাটা একটা দন্তরাক্ষসের

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন