হাওড়া জেলার বাগনান থানার বেনাপুর গ্রামে ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন কবি ও লেখক শান্তনু গুড়িয়া। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ থেকে ১৯৯৪ সালে উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেন। এরপর কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ডিসিএইচ ও এমডি(পেডিয়াট্রিক্স) ডিগ্রি লাভ করেন তিনি। বর্তমানে পেশাগত ব্যস্ততার ফাঁকে লেখালেখি, শব্দছক ও ভ্ৰমণ তাঁর বিশেষ পছন্দের বিষয়। লেখালেখির শুরু কলেজ জীবনের ওয়াল ম্যাগাজ়িনে। তারপর বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে, এছাড়া দুটি লিটল ম্যাগাজ়িন নিয়মিতভাবে গত বারো বছর ধরে সম্পাদনা করছেন তিনি। পেয়েছেন একাধিক সম্মাননা, উল্লেখযোগ্য অন্নদাশঙ্কর রায় স্মৃতি পুরস্কার, বেনুকা সাহিত্য সম্মান প্রভৃতি। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশেরও বেশি, উল্লেখযোগ্য বাংলায় লেখা ডাক্তারি বই 'সুস্থ থাকুক শিশু'(চতুর্থ সংস্করণ, ২০১৭)।