বদ্ধ ঘরের চারদেয়ালে,
দমবন্ধ লাগে।
ঘনিয়ে আসে অন্ধকার,
হতাশা জাগে।
হঠাৎ যেন আলোর শিখা,
ঘরের এক কোণে।
মনে পড়ে যায় সবকিছু,
যা হারিয়েছি জীবনে।
প্রতিবন্ধী বদ্ধ নয়,
সাহস জোগায় মন।
অনেক কিছু করার আছে,
থেমে থাকে না জীবন।
সব কিছু ভুলে গিয়ে,
দাঁড়াও ঘুরে আবার।
নিজেকে মুক্ত করে,
বেরিয়ে এসো এবার।
অক্ষমতা থাকুক সাথে,
থাকুক বঞ্চনা।
আজ যেন কোনো কিছুর,
পরোয়া করো না।
কবি সায়নী আচার্য ২০০২ সালে উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটিতে জন্মগ্রহণ করেন। বেলঘরিয়া মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে হিরালাল কলেজে প্রাণীবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। ভালোবাসেন কবিতা লিখতে ও অবসর সময়ে গল্পের বই পড়তে। অতিমারির দীর্ঘ অবসরে তিনি কবিতা লিখতে আরম্ভ করেন বলে জানা গেছে।