Recent Post

ঘুরে দাঁড়াও: সায়নী আচার্য্য

Nabataru-e-Patrika-August-2022-5.jpg

ঘুরে দাঁড়াও: সায়নী আচার্য্য

বদ্ধ ঘরের চারদেয়ালে,
দমবন্ধ লাগে।
ঘনিয়ে আসে অন্ধকার,
হতাশা জাগে।
হঠাৎ যেন আলোর শিখা,
ঘরের এক কোণে।
মনে পড়ে যায় সবকিছু,
যা হারিয়েছি জীবনে।
প্রতিবন্ধী বদ্ধ নয়,
সাহস জোগায় মন।
অনেক কিছু করার আছে,
থেমে থাকে না জীবন।
সব কিছু ভুলে গিয়ে,
দাঁড়াও ঘুরে আবার।
নিজেকে মুক্ত করে,
বেরিয়ে এসো এবার।
অক্ষমতা থাকুক সাথে,
থাকুক বঞ্চনা।
আজ যেন কোনো কিছুর,
পরোয়া করো না।

Author

  • সায়নী আচার্য

    কবি সায়নী আচার্য ২০০২ সালে উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটিতে জন্মগ্রহণ করেন। বেলঘরিয়া মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে হিরালাল কলেজে প্রাণীবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। ভালোবাসেন কবিতা লিখতে ও অবসর সময়ে গল্পের বই পড়তে। অতিমারির দীর্ঘ অবসরে তিনি কবিতা লিখতে আরম্ভ করেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন