Recent Post

গোপন কথা: দিলীপ কুমার মিত্র

গোপন কথা: দিলীপ কুমার মিত্র
গোপন কথা: দিলীপ কুমার মিত্র
কী যেন গোপন কথা বলবে কে বলেছিল;
কী যেন গোপন কথা
বলবে সে বলেছিল
কবে যেন বলেছিল 
মনে পড়ে মনে পড়ে
ক্ষীণ ভাবে মনে পড়ে,
ইঙ্গিতে আভাসে,
কী যেন গোপন কথা
কে বলেছিল কবে।

কী কথা বলবে বলেছিল—
মনে নেই,
কে যে তা বলেছিল—
মনে নেই।
শোনাও তো হয়ে যেতে পারে,
সেই কথা—মনে নেই।

মনে পড়ে, ক্ষীণ ভাবে মনে পড়ে শুধু,
কী যেন গোপন কথা বলবে কে বলেছিল কবে।

Author

  • দিলীপ কুমার মিত্র

    সাহিত্যিক দিলীপ কুমার মিত্র কলকাতায় জন্মগ্রহণ করেন। রামকৃষ্ণ সঙ্ঘ বিদ্যামন্দির থেকে উচ্চ মাধ্যমিক এবং আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই আবৃত্তি, গান, নাটক, যাত্রা প্রভৃতি সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক অফিসার। সাহিত্যচর্চা, নাট্যচর্চা এবং আবৃত্তি পরিবেশন করতে বিশেষ পছন্দ তাঁর। লিখেছেন শুকতারার মতো শিশু-কিশোর পত্রিকাতেও। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা কবিতা, গল্প, ভ্রমণকাহিনি প্রকাশিত হচ্ছে। তাঁর 'গোপন কথা' কবিতাটি নবতরু ই-পত্রিকায় প্রথম প্রকাশিত হয় জুন-২০২৩ সংখ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আসাদের রক্তাক্ত শার্ট: অজিত কুমার সিংহ
কবিতা / ছড়া

আসাদের রক্তাক্ত শার্ট: অজিত কুমার সিংহ 

    আসাদের রক্তাক্ত শার্ট ঝুলছে আজ
    শিমুল গাছের মগডালে।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    ওরা পাঁচজন: গোবিন্দ মোদক
    কবিতা / ছড়া

    ওরা পাঁচজন: গোবিন্দ মোদক

      বেশ বড়ো জুলফিটা শৈলেন্দর সিং
      রোজ ভোরে খুব নাচে ধিং তাক ধিং!

      ঝাঁকড়া চুল রাখে বটে সম্বরম হরি
      কোমরেতে বেঁধে রাখে মোটা এক দড়ি!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কথাকলি(৮): তীর্থঙ্কর সুমিত
      কবিতা / ছড়া

      কথাকলি(৮): তীর্থঙ্কর সুমিত

        নিঝুম-নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে পাড়া
        রাত বাড়ার সাথে সাথে জোনাকিরাও….
        আলো আঁঁধারির পথে
        ফোকাস হয়ে উঠেছে সময়
        কিছু মুহূর্ত শিরদাঁড়া উঁচু করে বলে
        ভালো থাকিস ‘কথাকলি’

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন