গাছ আমাদের প্রিয় বন্ধু। গাছকে ছাড়া আমরা বাঁচতে পারব না। গাছও আমাদের ছাড়া বাঁচতে পারবে না। গাছ থেকে আমরা অক্সিজ়েন পাই। গাছও আমাদের কাছ থেকে কার্বন ডাই-অক্সাইড পায়। এই কার্বন ডাই-অক্সাইড এর সাহায্যে গাছ নিজেদের খাবার তৈরি করে। এছাড়াও গাছ রোদ, তাপ, জল ছাড়া বাঁচতে পারে না। আমরা ভাবি গাছের প্রাণ নেই, তাই গাছ নড়তে-চড়তে পারেনা। আমার ঠাম্মা ছাদে কত গাছ লাগান। ছাদটাকে একদম বাগানের মত দেখতে লাগে।

আমি গাছকে ভালবাসি। আমাদের পাড়ার প্রতি বাড়িতেই গাছ আছে। গাছ থেকে পশু-পাখিরাও সাহায্য পায়। অনেক পশু গাছের লতা- পাতা খায়। পাখি গাছে বাসা বাঁধে। পাহাড়ি অঞ্চলে সবুজ গাছপালা সৌন্দর্য বাড়ায়। ঈশ্বর যদি না থাকত, পৃথিবীতে কিছুই জন্মাত না। গাছও ঈশ্বরের কাছ থেকে জন্মেছে। ঈশ্বর হল সারা পৃথিবীর প্রধান। পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের সবাইকে অনেক অনেক গাছ লাগাতে হবে।