লেখিকা স্নিগ্ধা রায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ২০০১ সালে জন্মগ্রহণ করেন। নিজ গ্রাম নারায়ণ দাঁড়িতেই কাটে তাঁর শৈশব আর বড়ো হয়ে ওঠা সেখানেই।
২০১৯ সালে স্কুলের পাঠক্রম শেষ করে বর্তমানে তিনি কলেজে পড়াশোনা করছেন। পড়াশোনার সঙ্গেই ভালোবাসেন লেখালেখি করতে ও ছবি আঁকতে। এছাড়া ঘর সাজাবার সৌখিন দ্রব্য বানাতেও বেশ পটু তিনি।
ছোটোবেলা থেকেই তাঁর লেখালেখির প্রতি খুব আকর্ষণ, কোনও ভাবনা বা বর্তমান ঘটনাকে লেখার মাধ্যমে তুলে ধরতে ভীষণ ভালোবাসতেন আর এভাবেই শুরু হয় তাঁর লেখালেখির চর্চা। তাঁর কথায়, "এই লেখা নিয়ে নিজেকে ক্ষুদ্র ভাবে হলেও প্রতিষ্ঠিত করার খুব ইচ্ছে।"
খুব সুন্দর হয়েছে 👌👌👌
গাছ ও প্রানের ভূমিকায় কবি।