Recent Post

গাছের আত্মকথা: স্নিগ্ধা রায়

গাছের আত্মকথা: স্নিগ্ধা রায়

পথের ধারে অনাথ আমি ছোট্ট পাতা মেলে
জড়িয়ে মাটি ভর দিয়েছি সবুজ নয়ন তুলে।
আমিও হব অনেক বড়ো সেই আশাকে নিয়ে
একটু একটু বেড়ে উঠি ধরার বুকে খেলে।

শাখায় শাখায় পাতায় ভরা সবুজ শোভার পরে
রঙিন রঙিন ফুল ফুটিয়ে ফল দিয়েছি ভরে।
চারিদিকে ডাল ছড়িয়ে ছায়ার চাদর মেলে 
বন্ধু তোমার প্রাণ বাঁচাতে বাতাস দিলাম ঢেলে।

সবই আমি তোমায় দিলাম, নিলেও দুহাত ধরে
কুড়োল দিয়ে কোপ দিলে তাও ক্ষত বিক্ষত করে।
বাধা হয়ে ছিলাম নাকি জড়ানো লতার সনে
তাইতো এমন পাষাণ হলে বিবেকহীন মনে।

Author

  • স্নিগ্ধা রায়

    লেখিকা স্নিগ্ধা রায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ২০০১ সালে জন্মগ্রহণ করেন। নিজ গ্রাম নারায়ণ দাঁড়িতেই কাটে তাঁর শৈশব আর বড়ো হয়ে ওঠা সেখানেই। ২০১৯ সালে স্কুলের পাঠক্রম শেষ করে বর্তমানে তিনি কলেজে পড়াশোনা করছেন। পড়াশোনার সঙ্গেই ভালোবাসেন লেখালেখি করতে ও ছবি আঁকতে। এছাড়া ঘর সাজাবার সৌখিন দ্রব্য বানাতেও বেশ পটু তিনি। ছোটোবেলা থেকেই তাঁর লেখালেখির প্রতি খুব আকর্ষণ, কোনও ভাবনা বা বর্তমান ঘটনাকে লেখার মাধ্যমে তুলে ধরতে ভীষণ ভালোবাসতেন আর এভাবেই শুরু হয় তাঁর লেখালেখির চর্চা। তাঁর কথায়, "এই লেখা নিয়ে নিজেকে ক্ষুদ্র ভাবে হলেও প্রতিষ্ঠিত করার খুব ইচ্ছে।"

2 thoughts on “গাছের আত্মকথা: স্নিগ্ধা রায়

  1. গাছ ও প্রানের ভূমিকায় কবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
কবিতা / ছড়া

ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব

    ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
    প্রশান্তি আনে তর ছোঁয়া।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
    কবিতা / ছড়া

    সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

      বারবার আমিও ফিরে আসি
      পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
      দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

        শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
        শৈশব মাখা স্মৃতিতে।
        ভাবনার মেঘে রংধনু আঁকা
        বকের পাখায় লাগে তাই
        ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন