লেখক রৌনক মণ্ডল ২০০৩ সালে মুর্শিদাবাদের লালবাগ শহরে জন্মগ্রহণ করেন। এরপর বড়ো হয়ে ওঠা উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখায়। পরবর্তীতে বাবার চাকরিসূত্রে বহরমপুরে আসা। স্থানীয় রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ভর্তি হন গীতরাম হায়ার সেকেন্ডারি স্কুলে; সেখান থেকে মাধ্যমিক পাশ করেন। পরে হাওড়া জেলার উলুবেড়িয়ার কিউব কেরিয়ার ইনস্টিটিউট থেকে আবাসিক ছাত্র হিসাবে সম্পূর্ণ করেন উচ্চ মাধ্যমিক। বর্তমানে(২০২১) তিনি মেডিক্যাল কোচিং-এ পাঠরত।
বেদ, পুরান ও মহাকাব্যের প্রতি বিশেষ আগ্ৰহ আছে লেখকের আর আছে দেশ সমাজ রাজনীতি নিয়ে লেখালেখি করার অভ্যাস।
তাঁর কথায়, "ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা এবং মহাপুরুষদের সঙ্কল্পে নিজেকে শামিল করতে চাই।" নিজের লেখালেখির মধ্যে এই ভাবধারা প্রকাশ করতে চান তিনি।
আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক কুয়াশার চাদরে সাদা হয়ে গেছে। সকালে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছিল। মা বলে “সনু আজকের দিনটা স্কুলে যাও, গাড়িতে যাবে মজা হবে।” বাবা বলল, “নিচে গাড়ি দাঁড়িয়ে আছে।”
খুব সুন্দর । মনে হচ্ছে , গাঁয়ের বধূর ছবি দেখছি আর পড়ছি।
দারুন 👌🏻