আবারও ঘর সাজানোর পয়লা তারিখে
বাজের শব্দ এসেছিল,
ভাগ্যদেবতা হেসেছিল কি না জানা নেই ,
তবুও বৃষ্টির স্রোতের ওপারে কোনও অশরীরী আওয়াজ তুলেছিল,
ভেঙে পড়ার মাঝে কাদার তালগুলো কীভাবে গলেছিল দেখা হয় নি,
তবে জোড়া লাগার চেষ্টা করে নি।
শুকনো হাওয়ার পরের দিনে দুটো জোনাকি আর তিনটে তারা কেবলই সঙ্গী হয়েছিল,
যে বুকে স্বপ্ন ছিল
সে হাতে শিল্প আসে নি,
ঘরের পাঁজর ভাঙা আর মেঘভাঙ্গা বৃষ্টিতে
গোঙানি আর প্রতিধ্বনি হয়ত এক হয়ে অনুরণন তুলেছিল।
১৯৯১ সালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে জন্মগ্রহণ করেন প্রীতম বন্দ্যোপাধ্যায়। বাল্যকাল কাটে মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারে। স্থানীয় ভগিনী নিবেদিতা শিশু শিক্ষা নিকেতন এবং পরবর্তীতে বহরমপুর জে.এন.একাডেমি থেকে পাঠগ্রহণের পর শ্রীপৎ সিং কলেজ থেকে রসায়ণে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একজন রাজ্য সরকারি কর্মচারী। সাহিত্য চর্চার পাশাপাশি বিভিন্ন জায়গায় ভ্রমণেও তাঁর শখ আছে। অবসর সময়ে লেখালেখি করেন, তবে সেইভাবে আগে কখনও প্রকাশ্যে আসেননি। তাঁর লেখা কবিতা এবং গল্প নিয়মিতভাবে নবতরু পত্রিকায় প্রকাশিত হচ্ছে।