
খেলতে দাও: মৃণাল কান্তি ভট্টাচার্য
সারাদিন খেলা করি কত মজা হয়, পড়তে বসলে কেন চোখে ঘুম বয়! বাড়িতে বকুনি দেয় স্কুলে কান মোলা, এর থেকে ঢের ভালো সাঁতরে জল ঘোলা। বই-খাতা ফেলে রেখে ছুটে যাই মাঠে, আকাশেতে পাখি গুনি মন লাগে না পাঠে। খেলা ছেড়ে পড়ার কথা কেন বলো সবাই? ভালো করে পড়তে গেলে খেলা করা চাই।
অসাধারণ