
গুটিগুটি পায়ে রাত আসে উৎসবমুখর মন, অগোচরে ঘরে প্রেম ভাসে সেই মুহূর্ত কখন। সাজগোজ শোরগোল আলো আহারে বাহারে সুখ, গোছগাছ তবু অগোছালো অজানা আনন্দে কাঁপে বুক। মনে মনে গোপনে অভিলাষ জমানো যন্ত্রণা যত, আলাপে বিলাপে রাত্রি বিলাস ক্ষণিকের স্বর্গসুখে রত।
গুটিগুটি পায়ে রাত আসে উৎসবমুখর মন, অগোচরে ঘরে প্রেম ভাসে সেই মুহূর্ত কখন। সাজগোজ শোরগোল আলো আহারে বাহারে সুখ, গোছগাছ তবু অগোছালো অজানা আনন্দে কাঁপে বুক। মনে মনে গোপনে অভিলাষ জমানো যন্ত্রণা যত, আলাপে বিলাপে রাত্রি বিলাস ক্ষণিকের স্বর্গসুখে রত।
সজল বাতাসে
শব্দহীন স্নেহের পরশ
রাতের শ্বেত-শুভ্র ফুল
ছড়ায় সুঘ্রাণ, জীবনকে ভালোবেসে।
শ্মশানে স্বপ্ন পোড়া গন্ধ
পুড়ে যায় পুড়ে যায় বিভেদের নহবত
আমরা হয়ে উঠি তামাটে মানুষ
অকারণ আগুনে পুড়ে পুড়ে হয়ে উঠি সাঙাই নগরী
আধপোড়া শপথ।।
সাত রং সব এলোমেলো ওড়ে
হাওয়ায় ধুলায় মিশে
বুকে জমে থাকা অপূর্ন সাধ
ভেসে যায় অনিমেষে।