Recent Post

ক্ষণকাল: জয়িতা চট্টোপাধ্যায়

ক্ষণকাল: জয়িতা চট্টোপাধ্যায়
ক্ষণকাল: জয়িতা চট্টোপাধ্যায়
তোমার মুহূর্তের সাথে আমার মুহূর্তের
কোনো আত্মীয়তা নেই
ব্যবধান সেখানে যোজন বিস্তৃত
ব্যবধান নিঃশব্দ তারায় তারায়
কন্ঠ ছিঁড়ে নিচ্ছে আমার প্রতিটা মুহূর্ত 
কারণবিহীন এই মহাপরিনাম ভেসে যাচ্ছে দূরে
তোমার চোখের শ্যামল দৃষ্টি ছিল সমুদ্দুরে
আমার মুহূর্ত জমে স্তূপ হয়ে আছে
তার শরীর জুড়ে পাহাড়ি লতার ঝড়
তোমার মুখের মতন বিশালতা অচেনা গুহার
অকস্মাৎ শব্দময়তার ঝড় ওঠে আমার কবিতায়
অস্ফুট শুকনো স্বর বুনে বুনে যায় মুহূর্তের শিরায়
এই ছিন্ন মুহূর্তের সঙ্গে কোনো আত্মীয়তা নেই
অথচ কেন এতদিন এভাবে জীবন্ত ছিল আমার ভেতরেই।।


Author

  • জয়িতা চট্টোপাধ্যায়

    লেখিকা জয়িতা চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগরে জন্মগ্রহণ করেন ১৯৮৭ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসাবে স্নাতকোত্তর ও এম.এল.আই.এস(লাইব্রেরি সায়েন্স) বিষয়ে ডিগ্রি অর্জন করেন। প্রাক্তন স্কুল শিক্ষিকা জয়িতাদেবী বর্তমানে মহারাষ্ট্রের বাসিন্দা। অবসর সময়ে তিনি কবিতা লেখা, গান করা, সিন্থেসাইজার বাজানো প্রভৃতি বিষয়ে চর্চা করতে ভালোবাসেন। এসবের পাশাপাশি তাঁর সংগীত সাধনাতেও পারদর্শিতার ছাপ পরিলক্ষিত হয়। নবতরু ই-পত্রিকা ছাড়াও অন্যান্য পত্রিকায় প্রকাশিত তাঁর বিভিন্ন লেখা আদায় করে নিয়েছে বহু মানুষের ভালোবাসা। পেয়েছেন নানা জায়গা থেকে সম্মান। বাংলা রাইটার্স ফোরাম, বালুতট, লিমেরিক প্রভৃতি জায়গা থেকে সম্মাননা লাভ করেছেন। ভারত বিচিত্রা (বাংলাদেশ, ভারতীয় দূতাবাস), মৌনমুখর, সংস্কৃতি বার্তা, বালুতট, ক্র্যাকার, নীলাক্ষর, সহস্র বছরের কবিতা সংকলন, পোয়েটিক, সংকলন, অবেক্ষন, বেদান্ত, জলফড়িং, মৌরিফুল, শব্দের ঝংকার, বর্ণকোষ, নবপ্রভাত, দৌড়, শোরগোল, আবহমান, ধানসিঁড়ি, সাহিত্য নিকেতন(বাংলাদেশ), নবাবী, শব্দের মিছিল, কলতান সংকলন, অক্ষর বৃত্ত, ব্ল্যাকবোর্ড, শ্যামনগর বইমেলা, আমরা সহযাত্রী, পত্রিকা সাহিত্য কালচার, নিকোটিন ব্লগ ম্যাগাজিনের মতো পত্রিকায় তাঁর লেখা বিশেষ সমাদৃত। তাঁর রচিত কাব্যগ্রন্থ 'জ্যোৎস্নার বীজ বোনে'(ই-বুক) প্রকাশিত হয় ২০২০ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন