সূর্য উঠলে পরে হাসে বন খিলখিল।
কোষে কোষে জেগে ওঠে ঘুমন্ত ক্লোরোফিল।
মাটি থেকে জল নিয়ে শুরু করে রন্ধন
পেট ভরে খেয়ে তাই খুশি হয় সারা বন।
সূর্যের আলো পেয়ে মানুষও খুশি হয়
তবে তার তীব্রতা গাছেদের মতো নয়।
সূর্যের তেজি রোদে সারাদিন শ্রম করে
তবে দুটো খেতে পায় কোনো দিন পেট ভরে।
যদি পায় ক্লোরোফিল মানুষের দেহ এই
অনাহারে মৃত্যু তবে জেনো থামবেই।
থাকবে না অনাহার, থাকবে না কোনো ক্লেশ
পৃথিবীতে আসবে শান্তির সন্দেশ।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।