কবি সামিমা খাতুনের জন্ম ১৯৯০ সালে হুগলির সিঙ্গুরে। আর পাঁচজন বাচ্চার মতোই শুরু হয় তাঁর পড়াশোনা। স্নাতকোত্তর উত্তীর্ণ লেখিকা সামিমা খাতুন বর্তমানে সচিবালয় সহায়ক হিসাবে নিযুক্ত আছেন৷ পেশাগত ব্যস্ততার বাইরে তিনি ভালোবাসেন গল্পের বই পড়তে ও লেখালেখি করতে। তাঁর কথায়, "লিখতে ভালো লাগে স্কুলে পড়ার সময় থেকেই; যখন যা মাথায় আসে লিখি। এর বেশি কিছু নয়।"
খুব সুন্দর👌👌👌কলম চলুক প্রিয় কবি।
ধন্যবাদ..
এই কবিতা যে পড়বে তারা ভাল লাগবে আমার মতন।
অনেক ধন্যবাদ…