Recent Post

কেন যে তুমি: সামিমা খাতুন

কেন-যে-তুমি-Nabataru-e-patrika
কেন-যে-তুমি-Nabataru-e-patrika

কেন-যে-তুমি

কেন যে তুমি,
          অন্য কেউ হবার খেলায়,
          নিজ সত্তা হারিয়ে হেলায়,
          মাতো সর্বনাশে!
কেন যে তুমি,
          কালো কালির পদ্য ভেবে,
          লাল কালি ছোঁয়াও তবে,
          অক্ষর নির্বিশেষে!
কেন যে তুমি,
          ভুলের পিঠে ভুলকে জুড়ে,
          অভিমানের পাহাড় গ'ড়ে,
          হারাও ভিনদেশে!
কেন যে তুমি,
          সূর্য মুঠোয় ভরার নেশায়,
          মিথ্যে স্তুতির মেকি আশায়,
          ভোলো অবশেষে!

Author

  • সামিমা খাতুন

    কবি সামিমা খাতুনের জন্ম ১৯৯০ সালে হুগলির সিঙ্গুরে। আর পাঁচজন বাচ্চার মতোই শুরু হয় তাঁর পড়াশোনা। স্নাতকোত্তর উত্তীর্ণ লেখিকা সামিমা খাতুন বর্তমানে সচিবালয় সহায়ক হিসাবে নিযুক্ত আছেন৷ পেশাগত ব্যস্ততার বাইরে তিনি ভালোবাসেন গল্পের বই পড়তে ও লেখালেখি করতে। তাঁর কথায়, "লিখতে ভালো লাগে স্কুলে পড়ার সময় থেকেই; যখন যা মাথায় আসে লিখি। এর বেশি কিছু নয়।"

4 thoughts on “কেন যে তুমি: সামিমা খাতুন

  1. এই কবিতা যে পড়বে তারা ভাল লাগবে আমার মতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন