Recent Post

কীভাবে লেখা পাঠাবেন

  • June 4, 2023
  • Comments Off on কীভাবে লেখা পাঠাবেন

১: ফেসবুক অথবা অন্য কোনও পত্র-পত্রিকায় কখনও প্রকাশিত হয়নি এমন অপ্রকাশিত এবং মৌলিক লেখাই একমাত্র পাঠাবেন।

২: ওয়ার্ড ফাইলে, মেইল বডিতে টাইপ করে অথবা সাধারণভাবে হোয়াটসঅ্যাপে লিখে আপনার লেখা পাঠানো যাবে।

৩: যে কোনও সময় লেখা পাঠানো যেতে পারে।

৪: কোনও রকম ধর্মীয়-রাজনৈতিক-সামাজিক ভাবাবেগে আঘাত করবেনা এমন সর্বজনগ্রাহ্য বিষয় নিয়েই লিখুন।

৫: লেখা পাঠানোর সঙ্গে আপনার নাম, ঠিকানা, বয়স/জন্মসাল, ফোন নং, ই-মেল আইডি, লেখা সম্পর্কিত ছবি(সম্ভব হলে) ও ছবির সোর্স এবং নিজের সাম্প্রতিক ছবি পাঠাবেন। হোয়াটসঅ্যাপে পাঠালে ‘নবতরু ই-পত্রিকা’ কথাটি অবশ্যই উল্লেখ করবেন। ই-মেলের মাধ্যমে পাঠানোর সময় সাবজেক্ট-এ ‘নবতরু ই-পত্রিকা’ কথাটি লিখতে ভুলবেন না।

৬: আপনার লেখাটি পত্রিকার জন্য মনোনীত হলে সেটি পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত আমাদের অনুমতি ব্যতিরেকে তা অন্য কোথাও পাঠানো যাবেনা। লেখা প্রকাশের পর আপনি যে লিংক পাবেন সেটাই সকলকে শেয়ার করবেন।

৭: লেখা পাঠানোর আগে আমাদের ওয়েবসাইট

https://nabataru.com/

ফেসবুক পেজ https://www.facebook.com/nabataru

এবং ফেসবুক গ্রুপ-এ https://www.facebook.com/groups/nabataru

নজর রাখুন।

৮: লেখা পাঠাবেন এই ঠিকানায়-

হোয়াটসঅ্যাপ: 9474166312

অথবা

ই-মেল: writefornabataru@gmail.com

পত্রিকার পক্ষ থেকে লেখক-লেখিকা ও সাধারণ সদস্যদের উদ্দেশ্যে কিছু কথা:-

১) ‘নবতরু ই-পত্রিকা’ হল মূলত একটি অনলাইন সাহিত্য পত্রিকা যা শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই প্রকাশিত হয়। ওয়েবসাইটের ঠিকানা: https://nabataru.com

প্রত্যেক ইংরাজী মাসের পয়লা তারিখ রাত্রি আটটায় পত্রিকার নিজস্ব ওয়েবসাইটে নূতন লেখাগুলি প্রকাশিত হয়। পুরাতন লেখাগুলিও যথারীতি ওয়েবসাইটেই থাকে।

২) লেখা পাঠাতে পারেন মাসের যে কোনও দিনে যে কোনও সময়ে। লেখার প্রাপ্তি স্বীকার করে লেখাটি পত্রিকার জন্য বিবেচিত হয়েছে কিনা জানিয়ে দেওয়া হয়। বিবেচিত না হওয়ার কারণ জানাতে পত্রিকাগোষ্ঠী বাধ্য নয়। বিবেচিত হলে লেখাটি পত্রিকার কোন সংখ্যায়(মাসের নাম সহ) প্রকাশিত হবে তা জানিয়ে দেওয়া হয়।

৩) লেখা ওয়েবসাইটে প্রকাশিত হলে পত্রিকার পক্ষ থেকে একটি সম্মাননাপত্র(ই-কার্ড) পাঠানো হবে।

৪) লেখক/লেখিকার পরিচিতি সম্পর্কিত কিছু তথ্যের প্রয়োজনে পত্রিকার পক্ষ থেকে একটি ফর্ম সংশ্লিষ্ট লেখক/লেখিকাদের কাছে পাঠানো হবে, সেটি যত্ন সহকারে পূরণ করে অনলাইনেই আমাদের কাছে জমা করবেন।

৫) যেহেতু এটা একটা ডিজিট্যাল প্ল্যাটফর্ম তাই আপনার লেখা সকলের কাছে পৌঁছে দিতে ওয়েবসাইটে প্রকাশিত লেখার লিংক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই পারেন।

বিশেষভাবে জানিয়ে রাখি, নবতরু ই-পত্রিকায় প্রকাশিত আপনার লেখা এক বছর পর্যন্ত অন্য কোনও পত্র-পত্রিকায় পাঠানো যাবে না।

৬) নবতরু ই-পত্রিকার লেখক ও পাঠকদের সুবিধার্থে তৈরি করা হয়েছে একটি ফেসবুক পেজ(নবতরু)👇

https://www.facebook.com/nabataru

ও একটি ফেসবুক গ্রুপ(নবতরু ই-পত্রিকা) 👇

https://www.facebook.com/groups/nabataru

এখানে দেওয়া হয় ওয়েবসাইটে প্রকাশিত লেখার লিংক। যে লিংক আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। পত্রিকার পক্ষ থেকে নানান খবরাখবর ও বিজ্ঞপ্তি প্রকাশ সহ বিশেষ দিনগুলিকে যেমন স্মরণ করা হয় তেমনই পত্রিকার সঙ্গে যুক্ত লেখক-লেখিকারাও তাঁদের নিজস্ব সৃজনশীল নানান পোস্ট এখানে শেয়ার করতে পারেন। এই প্রসঙ্গে জেনে রাখা ভালো যে নবতরু ই-পত্রিকার ফেসবুক পেজ অথবা গ্রুপটি কিন্তু নবতরু ই-পত্রিকার মূল প্ল্যাটফর্ম নয়।

পত্রিকার উন্নতিসাধনে গ্রুপের সকল সদস্যদের মন্তব্য ও মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়। এই কারণে আপনারা অবশ্যই এই দুটিকে নিয়মিত অনুসরণ করবেন ও মতামত দেবেন।

৭) সর্বোপরি পত্রিকার পক্ষ থেকে সকল লেখক/লেখিকাদের প্রতি আমাদের সনির্বন্ধ অনুরোধ, আপনারা পত্রিকার সমস্ত নিয়মকানুন যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন।

৮) পত্রিকা সম্পর্কিত কোনও মন্তব্য, মতামত ও অভিযোগ থাকলে অবশ্যই আপনার সম্পূর্ণ নাম-ঠিকানা সমেত জানাতে পারেন ই-মেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

ইমেল: writefornabataru@gmail.com

হোয়াটসঅ্যাপ: 9474166312