Recent Post

কীভাবে বেকড-রসগোল্লা তৈরি করবেন – সোমা চট্টোপাধ্যায়

কীভাবে বেকড-রসগোল্লা তৈরি করবেন

যেহেতু পুজোতে আমাদের বাঙালিদের মিষ্টি খাওয়ার প্রচলন আছে তাই পুজোর মরসুমে আমি এই মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।

কীভাবে বেকড-রসগোল্লা তৈরি করবেন
কীভাবে বেকড-রসগোল্লা তৈরি করবেন

বেকড-রসগোল্লা তৈরির উপকরণ:— 

মাঝারি সাইজের রসগোল্লা ১০ টি ( ইচ্ছে হলে কমবেশি দেওয়া যেতে পারে), 

ঘন দুধ ৫০০গ্রাম।

বেকড-রসগোল্লা তৈরির পদ্ধতি

একটা কেকের বাটিতে বা অ্যালুমিনিয়ামের বাটিতে রসগোল্লাগুলো চেপে কিছুটা রস বের করে নিয়ে রাখতে হবে। এবার ওপর থেকে মিষ্টিগুলোর উপরে ঘনদুধ পুরোটা যাতে ঢেকে যায় সেই ভাবে ঢেলে দিতে হবে, এবার প্রেসার কুকারে কিছুটা বালি দিয়ে গরম করার জন্য তার মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে উপরে মিষ্টি এবং দুধ দেওয়া বাটিটা সাবধানে বসিয়ে কুকারের সিটিটা খুলে ঢাকনাটা দিয়ে দিতে হবে এবং কুড়ি পঁচিশ মিনিট পরে গ্যাস কমিয়ে দিতে হবে। এরপর নামিয়ে রেখে বা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও এর স্বাদ বাড়বে বই কমবে না।

      আশাকরি আপনাদের ভালো লাগবে।

আরও পড়ুন – ছানার পায়েস কীভাবে তৈরি করবেন।

Author

  • সোমা চট্টোপাধ্যায়

    বর্ধমান জেলার কাটোয়া শহরে ১৯৭৪ সালে জন্ম সোমা চচট্টোপাধ্যায়ের। সেখানেই লেখাপড়া শিখে কাটোয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে বিবাহ সূত্রে ওখানেই থাকেন। ঘর সাজাতে ও বেড়াতে যেতে যেমন ভালোবাসেন তেমনই নিজের হাতের তৈরি রান্নাবান্নাও করতে ভালোবাসেন। ছেলে, মেয়ে, স্বামী, সংসার নিয়ে ব্যস্ততার মধ্যেও আপন সৃষ্টিতে মেতে থাকেন সর্বদা। বর্তমানে তিনি পাঠকদের মনোরঞ্জনের জন্য এই নবতরু ই-পত্রিকার রান্নাবান্না বিভাগে নিয়মিতভাবে লেখালেখি করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্য রচনা অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

লকডাউন: বিশ্বরূপ দাস

    “বলি স্কুল যাবে, না বসে বসে বোতামগুলো টিপে যাবে। রান্নাবান্না তো করতে হয় না। করলে বুঝতে কত ধানে কত চাল হয়। বেরিয়ে যেত তোমার সকাল থেকে মোবাইল করা। তাও বুঝতাম, ছেলেটাকে যদি সকাল থেকে একটু নিয়ে মা স্বরস্বতীর কাছে ধূপ-ধুনো দিতে।”

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    কবিতা / ছড়া অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

    মৃণ্ময়ী: নীলাঞ্জনা সরকার

      বন্য আদিম এখনো সেই প্রথম দিনের মতো…
      নিস্তব্ধতা কুঁড়ে খায় সবুজের সন্ধানে।
      জোনাকি যেখানে আলো,

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      মা— সেখ আয়োউদ্দিন, গেঁড়াই, পূর্ব বর্ধমান
      অক্টোবর ২০২১,পূজা সংখ্যা ছবি / ফটোগ্রাফি

      নবতরুর ছবি/ফটোগ্রাফি

        এই মাসের ছবিগুলো এখানে দেখতে পাবেন।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন