একদিন এক চোর একটি বাড়িতে চুরি করতে গেল। সেই বাড়িতে একটি কুকুর ছিল। কুকুরটা ঘেউ, ঘেউ করে ডাকতে লাগল। মালকিন শুনতে পেল কুকুরের ডাক। মালকিন অবাক হল।

মালকিন বিরক্ত হল। ঘুম থেকে উঠল। কুকুরের কাছে গেল মালকিন, পায়ের ছাপ দেখতে পেল। কুকুরটা ফলো করতে লাগল। মালকিন সঙ্গে একটা লাঠি নিল। চোরটাকে তাড়া করল। চোরটা পালাল। পুলিশের গাড়ি দেখে দাঁড়াল। পুলিশটা বন্দুক নিল বলল হ্যান্ডস্ আপ। থানাতে ফাটকে ভরে দিল।