তোমরা সবাই বন্ধু আমার
আমার পাশে থেকো,
তুচ্ছ আমি, ক্ষুদ্র কবি-
আমায় মনে রেখো৷
এই ধরনীর সকল মানুষ
আমার ভাই আর বোন
বিশ্বজুড়েই আমার বাড়ি
নয়তো ঘরের কোণ৷
লিখব আমি সবার কথা
সুখ দুঃখের বাণী,
থাকব পাশে, বাসবো ভালো
যেথায় যাকে জানি৷
সবাই আমার কাছের মানুষ
তাইতো ডাকি কাছে—
আত্মীয় হও সবাই আমার
যে যেখানেই আছে৷
একসাথে আর একই পথে
চলবো সবাই মিলে,
রচবো মোরা নতুন ধরা
আজকে তিলে তিলে৷৷
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।