আজকাল তোমাকে আর খুব প্রয়োজন হয় না
বুকের বাম দিকে তোমার যে অবস্থান ছিল তা বদলেছে
বদলেছে সময়ের সাথে সাথে অনেক পরিচিত অভ্যাস
নতুন পোশাকে তোমাকে দেখেই কীরকম দৌড়ে গিয়ে দুহাতে জাপটে ধরতাম
সব আবরণ খুলে আঙুলে চেপে দুই মলাটের বুকে কত কী লিখেছি
আর এখন,
মনদানীতে সাজিয়ে রাখি দামি, রাশভারী তোমাকে
আর যদি মনে হয় সস্তা, সহজলভ্য, অনায়াসে তা তুলে দিই অন্যের হাতে
'ই'-এর অবাক আগমণ আর অবাধ প্রবেশের অঙ্গুলি হেলনে
তোমার অবস্থান একাধিক অন্তরে হলেও প্রকাশ পায় না
আর তাই আক্রমণাত্মক না-হয়ে তুমি চুপ করে থাকো
সেই তো লেখা আর লেখনী
কাগজ কলম না থাক, অপ্রতিদ্বন্দ্বী তুমি তোমার স্বীয় মর্যাদায়।
লেখিকা তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী ১৯৭০ সালে খড়্গপুর শহরে জন্মগ্রহণ করেন। বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ লেখিকা সাংসারিক কাজের ফাঁকেই লেখালেখির চর্চা করে যান। তাঁর ভালোলাগার বিষয়—বই পড়া, গল্প করা আর বেড়ানো।
তাঁর লেখার অভ্যাস স্কুল জীবন থেকেই শুরু হয়। গল্প, কবিতা লিখতে ভালো লাগে তাঁর। বহু পত্রিকাতে লেখা প্রকাশিত হয়ে চলেছে নিয়মিতভাবে। ২০১৮ সালে প্রথম প্রকাশিত হয় এমনই এক লেখা। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। তাঁর নিজস্ব সংকলন প্রকাশ পায় ২০১৯ সালে। এই সংকলনটি রাজভবন থেকে স্বয়ং রাজ্যপালের দ্বারা উন্মোচিত হয়।
খুব সুন্দর প্রকাশ এই কবিতায়।