সরোজ চট্টোপাধ্যায়

সরীসৃপের কীসের এতো বিবেক যন্ত্রণা? কথায় কথায় কীসের এতো অলীক কল্পনা? স্তাবকতার মিথ্যা গানে, রঙ বদলের প্রহসনে কীসের মন্ত্রণা? নগ্ন যখন অক্ষমতা ঢাকবে কোথায় বিপন্নতা? কোথায় নেবে ডেরা? চুপ চাপ লুকিয়ে পড়ো, কবর আছে খোঁড়া!
সরোজ চট্টোপাধ্যায়
সরীসৃপের কীসের এতো বিবেক যন্ত্রণা? কথায় কথায় কীসের এতো অলীক কল্পনা? স্তাবকতার মিথ্যা গানে, রঙ বদলের প্রহসনে কীসের মন্ত্রণা? নগ্ন যখন অক্ষমতা ঢাকবে কোথায় বিপন্নতা? কোথায় নেবে ডেরা? চুপ চাপ লুকিয়ে পড়ো, কবর আছে খোঁড়া!
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,