
কথা: সুশান্ত সেন
সব কথা বলা হলে কী পড়ে থাকে! তখন কি মনটা শূন্য হয়ে অনন্ত অমৃতে ডুব দেবে আর যাবতীয় পাপ ঘৃনা ও ক্রোধ ডুবে যাবে অনন্ত সাগরে? তাই ভয়ে ভয়ে কথাগুলো জাপটিয়ে বসে থাকি সর্বদা বলে ফেলি না সবটা।
সব কথা বলা হলে কী পড়ে থাকে! তখন কি মনটা শূন্য হয়ে অনন্ত অমৃতে ডুব দেবে আর যাবতীয় পাপ ঘৃনা ও ক্রোধ ডুবে যাবে অনন্ত সাগরে? তাই ভয়ে ভয়ে কথাগুলো জাপটিয়ে বসে থাকি সর্বদা বলে ফেলি না সবটা।
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,
Bhalo laglo