Recent Post

কথা শেষ: হামিদুল ইসলাম

কথা শেষ: হামিদুল ইসলাম

কথা শেষ: হামিদুল ইসলাম

ফেলে রেখে যাচ্ছি এক উঠোন সংসার 
এক উঠোন আলপনা 
করুণার জলে ভাসে স্মৃতি 
এই আছি এই নেই 
একলা 
আত্মময়।।

কথাগুলো নাবাল জমিন
শিউলি ফোটে কবিতার পাতায় 
গানে গানে জন্ম নেয় রাত 
অনশ্বর হরিণ।।

হাঁটতে হাঁটতে ছুঁয়ে যাই হারানো মাঠ 
গ্রীষ্মের সব রোদ গুঁজে রাখি 
প্রেয়সীর খোঁপায় 
নষ্টাল প্রেম 
এলোমেলো হাওয়া 
ঈক্ষণ বীক্ষণ।।

পাহাড় প‍েঁচিয়ে ওঠে রাস্তা
বিশ্রাম নিই 
কথা শেষ 
এখন ফেরার পালা।।

Author

  • হামিদুল ইসলাম

    কবি ও লেখক হামিদুল ইসলাম ১৯৫৫ সালে দক্ষিণ দিনাজপুর জেলার ভোঁওর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কাটে চরম দারিদ্র্যের মধ্যে। পড়াশোনার জন্য আসেন মামার বাড়িতে, সেখান থেকে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা সম্পূর্ণ করে পুনরায় ফিরে আসেন নিজের বাড়িতে। এরপর বালুরঘাট কলেজ থেকে স্নাতক ও উত্তরবঙ্গ বিশ্ববিদ‍্যালয় থেকে বাংলা ও ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৮৪ সালে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। চোদ্দ বছর বয়সে তাঁর লেখা প্রথম কবিতা 'ভালোবাসা' প্রকাশিত হয় স্কুল-ম্যাগাজ়িনে। পরবর্তীতে কলেজ জীবনে বিভিন্ন সাহিত্য পত্র-পত্রিকার সঙ্গে পরিচয় হয়। তাঁর কথায়, "লেখা আমার নেশা; লেখা আমার জীবন।" লালন চাঁদ ছদ্মনামে তিনি লেখালেখি করেন। এ-যাবৎ তাঁর ন'টি একক কাব‍্যগ্রন্থ ও ত্রিশটিরও বেশি কাব‍্য সংকলন প্রকাশিত হয়েছে। 'সাহিত্য রত্ন' ও 'কবি সাগর' সম্মাননা-সহ পেয়েছেন একাধিক সম্মাননা ও পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

    স্বার্থের খেলায় অন্ধ সুজন,
    হারিয়েছে আজ সব প্রয়োজন।
    সময় স্রোতে ভাসে মৃত মন,

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়

      আজ প্রহর শান্ত, রাত মধ্যম
      নিবিড় বর্ষায় আভাসে
      সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
      কবিতা / ছড়া

      ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব

        ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
        প্রশান্তি আনে তর ছোঁয়া।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন