Recent Post

ওরা এখনও আসে: তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী

শ্রাবণ মাসের মাঝরাতে অঝোর বৃষ্টিতে আবার কানে এলো ওদের কান্না। এখন কান্নার মতো লাগলেও সেই সময় এটা ওদের ভালোবাসার আলাপন ছিল। বন্দিনী বন্ধুকে প্রেম বন্ধনে জড়াতে স্বাধীনচেতা বান্ধবী লুকিয়ে চলে আসত যখন তখন। মাঝরাতে বা দুপুরে। শুধু খেয়াল রাখত বাড়ির অন্য সদস্যরা নেই বা ঘুমিয়ে। তারপর ভেনট্রিলোকুইস্টের মতোই মুখ ঠোঁট শরীর না নড়িয়ে গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করত দুজনেই। তাতে রাগ অভিমান আদর ভালোবাসা আর বারবার মিলিত হবার বাসনা গলে গলে ঝরে ঝরে পড়ত। দুজন একসাথে ঘোরার স্বপ্ন বুনতো। জাত ধর্মের অমিলে যে পাঁচিল ছিল দুজনের মাঝে তা অতিক্রম করার পরিকল্পনাও হয়তো করত ওরা দুটিতে।

 হঠাৎ বদলিতে ঘরবন্দী বন্ধুকে নিয়ে রাতারাতি চলে যেতে হয় অচেনা অন্য শহরে কিছু না জানিয়ে।

এরপর বান্ধবীর কী হয়েছিল তা আর জানা হয়নি।

কিন্তু কোনো বিনিদ্র রাতে আজও শুনতে পাই ওদের সেই আলাপন যা এখন প্রেম না প্রলাপ বুঝি না…..

কেবল বুঝি এভাবে ওদের আলাদা করা ঠিক হয়নি…..

অঝোর বৃষ্টি আর মাঝে মাঝে বিদ্যুৎ ঝলসানো আলোয় জানলায় এসে দাঁড়াই, কিন্তু দেখতে পাই না কাউকে ….

Author

  • তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী:

    লেখিকা তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী ১৯৭০ সালে খড়্গপুর শহরে জন্মগ্রহণ করেন। বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ লেখিকা সাংসারিক কাজের ফাঁকেই লেখালেখির চর্চা করে যান। তাঁর ভালোলাগার বিষয়—বই পড়া, গল্প করা আর বেড়ানো। তাঁর লেখার অভ্যাস স্কুল জীবন থেকেই শুরু হয়। গল্প, কবিতা লিখতে ভালো লাগে তাঁর। বহু পত্রিকাতে লেখা প্রকাশিত হয়ে চলেছে নিয়মিতভাবে। ২০১৮ সালে প্রথম প্রকাশিত হয় এমনই এক লেখা। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। তাঁর নিজস্ব সংকলন প্রকাশ পায় ২০১৯ সালে। এই সংকলনটি রাজভবন থেকে স্বয়ং রাজ্যপালের দ্বারা উন্মোচিত হয়।

One thought on “ওরা এখনও আসে: তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী”

  1. অসাধারণ অনুগল্প । একটা বিষন্নতার রেশ রেখে গেলো । অপার মুগ্ধতা রেখে গেলাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Nabataru-e-Patrika-July-2022-16.jpg July 1, 2022
অণু গল্প

ভালোবাসা: বসন্ত ঘোষ

    আমি তিনবার জেনেছি। এক, মায়ের কোলে। দুই, পরীক্ষায় প্রথম পাশ করে;আর তি

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অণু গল্প

    পারিজাতের গল্প: নবজ্যোতি দাস

      রাস্তার পাশে বাঁ দিকের চায়ের দোকানে চা খেয়ে, বাঁ পকেট থেকে মিডিয়াম স্ট্যান্ডার্ডের গোল্ড ফ্লেকের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, লাঞ্চব্রেক, রিং হল না।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      Nabataru-e-Patrika-June-2022-13.jpg
      অণু গল্প

      জবাব: নির্মল কুমার দে

        শখ করে বন্ধু রজতের মোটরসাইকেলটি একবার চালিয়েছিল সঞ্জয়। আর গাড়িটা একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে উলটে গিয়েছিল রাস্তায়।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন