Recent Post

এসো সন্ধ্যা: ধ্রুব বন্দ্যোপাধ্যায়

এসো সন্ধ্যা: ধ্রুব বন্দ্যোপাধ্যায়

     সন্ধ্যা
                  তুমি আসলেই
                    তুলসী মঞ্চে
                   প্রদীপ জ্বলে
                  এসো না সন্ধ্যা
                একটু তাড়াতাড়ি
                     শুরু হবে
                   পঞ্চ প্রদীপে
                   সন্ধ্যা আরতি,
                  গোধূলি লগ্নের
                     ঘণ্টাধ্বনি
                      রূপান্তরে
                      উলুধ্বনি,
                প্রস্ফুটিত আকাশে
                      গ্রহ তারা,
                   পৃথিবীর আলো
                       একতারা,
                   জোয়ার ভাটায়
                         পূর্ণিমা,
                    জোছনা ছটায়
                          চন্দ্রমা,
                        অন্ধকারে
                    প্রত্যায়ন আলো।

Author

  • ধ্রুব বন্দ্যোপাধ্যায়

    বর্ষীয়ান লেখক শ্রীযুক্ত ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৫৭ সালে পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া গ্রামে। বাল্যকাল কেটেছে ওখানেই। বিদ্যালয় জীবন অতিবাহিত করেন সাতগেছিয়া শ্রীধরপুর অবিনাশ ইনিস্টিটিউশনে ও পরবর্তীতে কালনা কলেজ থেকে স্নাতক স্তরের পাঠ সম্পূর্ণ করেন। বর্তমানে হুগলি জেলার উত্তরপাড়ায় থাকেন। চাকুরি জীবন থেকে অবসর গ্রহণ করার পর এখন লেখালেখিতে অনেক বেশি সময় দিতে পারেন লেখক। লেখালেখি ছাড়াও তাঁর শখ ছবি আঁকা, গিটার বাজানো,যাত্রা থিয়েটার নাটকে অভিনয়, আবৃত্তি করা। একসময় ফুটবল খেলতেও ভালোবাসতেন তিনি। তাঁর কথায়,"ছবি আঁকা, গিটার বাজানো, যাত্রা-থিয়েটার, নাটক-আবৃত্তি এই নিয়ে ব্যক্তি জীবন ছুটছিল কর্ম জীবনের সঙ্গে। কিন্তু নিখিলবঙ্গ সাহিত্য সন্মেলনের সঙ্গ পাওয়ার পর কেমন যেন হাতের আঙুল এগিয়ে এল কিছু লিখতে-বলতে। তখন থেকেই লেখার শুরু, যতটুকু পারি মনের ভাব প্রকাশ করি। এখন অবসরে অবশ্যই লিখছি। সার্থকতা সেখানেই যেখানে আমার লেখায় আনন্দ উপভোগ করবেন পাঠকবৃন্দ। সেই দিনটির কথা আমার মনে আছে, যেদিন কর্মজীবন থেকে অবসর নেওয়ার সময় নিখিল বঙ্গ সাহিত্য সম্মেলন আমাকে সম্মান জানিয়েছিলেন। এখন যুক্ত হয়েছি নবতরু ই-পত্রিকার সঙ্গে। আশা করব নবতরু ই-পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন