Recent Post

এসো কবিতার অন্দরে: চাঁদ রায়

এসো কবিতার অন্দরে: চাঁদ রায়

কবিতার ওজোময় শব্দ পালিত হোক জরায়ুর গর্ভে
গর্ভফুল বৃদ্ধি পায় যেন শব্দের ভিড়ে
আনাগোনা আমাদের মধ্যে
পাগল জন্ম-জননে। 

রঙ তুলির আঁচড়ে
শারদ সম্ভারের কথকতায়
তোমার রজোচক্রের চিহ্নিত চিত্র
আর আদরের চুম্বন স্পর্শ যেন বিকাশের পথে
কবিতার ভ্রূণ-- ভিতে প্রসবের অপেক্ষায় দিন গোনে। 

শব্দেরা নতজানু হয়ে প্রার্থনা করে মুক্তির সহজাত অধিকার পেতে
সব ভালোবাসা ভালোলাগার সীমাস্থ আবেদনের প্রেক্ষিতে
বহতা শরৎ নদীর বেগে শব্দমূল শনাক্ত করতে 
এসো মৈথুন রাতে কবিতার অন্দরে।

Author

  • চাঁদ রায়

    বীরভূম জেলার যে কয়েকজন মানুষ নিয়মিত সাহিত্য চর্চায় মগ্ন তাঁদের মধ্যে চাঁদ রায় অন্যতম। কবি চাঁদ রায় ১৯৬৩ সালে পূর্ব বর্ধমান জেলার কাঁটা ডিহি গ্রামে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। বাল্যকাল অতিবাহিত হয় বীরভূম জেলার নানুর থানার কড়েয়া গ্রামে। কড়েয়া প্রাথমিক বিদ্যালয়, কড়েয়া উচ্চ বিদ্যালয়ের পর পড়াশোনা করেন কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে। লাভপুর শম্ভুনাথ মহাবিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি উচ্চতর শিক্ষালাভ করেন। বর্তমানে তিনি বীরভূম জেলার নানুর থানার কীর্ণাহারে বসবাস করেন। পেশায় শিক্ষক শ্রীরায় ভালোবাসেন অভিনয় ও ভ্রমণ। তাঁর লেখালেখির চর্চা শুরু হয় ১৯৭৯ সাল থেকে; অসংখ্য পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা কবিতা। বীরভূম সাহিত্য পরিষদ থেকে পুরস্কার অর্জন করেছেন। পেয়েছেন সাহিত্য মেলা পত্রিকা থেকে সম্মাননা 'সাহিত্য শ্রী'। এছাড়াও বিভিন্ন সংস্থা ও পত্রিকা থেকে পেয়েছেন অনেক সম্মাননা ও পুরস্কার। এখনও তিনি বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত। 'শমী' পত্রিকার সম্পাদক ও কীর্ণাহার কালচার সোসাইটির সঞ্চালক ও সাহিত্য বিভাগের সম্পাদক আছেন তিনি। কবি চাঁদ রায় লিখিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, 'রাত্রি অনন্যা' (২০১৩); 'পাঞ্চজন্য'(২০১৫); 'ভাঁজো- রাঢ়বঙ্গের একটি লুপ্তপ্রায় লোকসংস্কৃতি' (২০২১)। বর্তমানে তিনি 'নবতরু ই-পত্রিকা'-র একজন খ্যাতনামা লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন