
এসো কবিতার অন্দরে: চাঁদ রায়
কবিতার ওজোময় শব্দ পালিত হোক জরায়ুর গর্ভে গর্ভফুল বৃদ্ধি পায় যেন শব্দের ভিড়ে আনাগোনা আমাদের মধ্যে পাগল জন্ম-জননে। রঙ তুলির আঁচড়ে শারদ সম্ভারের কথকতায় তোমার রজোচক্রের চিহ্নিত চিত্র আর আদরের চুম্বন স্পর্শ যেন বিকাশের পথে কবিতার ভ্রূণ-- ভিতে প্রসবের অপেক্ষায় দিন গোনে। শব্দেরা নতজানু হয়ে প্রার্থনা করে মুক্তির সহজাত অধিকার পেতে সব ভালোবাসা ভালোলাগার সীমাস্থ আবেদনের প্রেক্ষিতে বহতা শরৎ নদীর বেগে শব্দমূল শনাক্ত করতে এসো মৈথুন রাতে কবিতার অন্দরে।