Recent Post

এসেছে শরৎ: গোপা মুখোপাধ্যায়

এসেছে শরৎ: গোপা মুখোপাধ্যায়

সাদা মেঘ ভাসছে আকাশের গায়,
নদীতীরে কাশবন হাসছে যে তায়। 
খুশি জাগে অন্তরে কী জানি কী মন্তরে 
কৈলাস থেকে মা আসছে হেথায়। 

সরোবরে ফুটে আছে পদ্ম শালুক, 
শিউলির ঝরে পড়া সেই হাসি মুখ। 
গুনগুন মৌমাছি আসে যায় নাচি নাচি
সকালের সোনা রোদেভরে ওঠে বুক।

আকাশে বাতাসে ভাসে আগমনী সুর,
ঘোর লাগা কবিতার স্মৃতি সমুদ্দুর। 
শেফালির আগমনে কেতকী ফুটেছে বনে
অপরাজিতার নীল আঁখি তার দোলা দেয় ভরপুর। 

Author

  • গোপা মুখোপাধ্যায়

    জন্ম বীরভূমের লাল মাটির দেশে। এখন আসানসোলে থাকেন। পেশায় শিক্ষিকা। নেশা কবিতা লেখা। লিখে আনন্দ পান এবং সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: "আমার একলা আকাশ "(২০২০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক
বিবিধ কচিপাতা ছবি / ফটোগ্রাফি

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক

    গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক(পঞ্চম শ্রেণি); শ্রীখণ্ড ঊষাঙ্গিনী উচ্চ বালিকা বিদ্যালয়; পূর্ব বর্ধমান

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    Nabataru-e-Patrika-2023-11.jpg
    কচিপাতা স্মৃতিকথা

    আমার সকাল: অহনা মুখোপাধ্যায়

      আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক কুয়াশার চাদরে সাদা হয়ে গেছে। সকালে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছিল। মা বলে “সনু আজকের দিনটা স্কুলে যাও, গাড়িতে যাবে মজা হবে।” বাবা বলল, “নিচে গাড়ি দাঁড়িয়ে আছে।”

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কচিপাতা

      কাণ্ড কারখানা: তমোজিৎ মণ্ডল

        একদিন এক চোর একটি বাড়িতে চুরি করতে গেল। সেই বাড়িতে একটি কুকুর ছিল। কুকুরটা ঘেউ, ঘেউ করে ডাকতে লাগল। মালকিন শুনতে পেল কুকুরের ডাক। মালকিন অবাক হল।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন