ঘড়ির কাঁটা টিক টিক করে বয়ে যায়
প্রতিটি গল্প জমা হয় হিমালয়ের
অন্ধকার বুকের আঙিনায়।
স্মৃতির গায়ে মরচে ধরে
মরুভূমির মাটির মতো অপেক্ষা করে
শুকনো হৃদয়ে অমিল হিসাব
ব্যক্ত হয়...স্বপ্নে।
বসন্ত শেষে মেঘলা ঘন রাতে
যারা শুধু মিশকালো অন্ধকারে
হোঁচট খেয়ে ফিরে ফিরে আসে।
হাজারটা লাল গোলাপ পাতা
মুখ বুজে কাঁদে
গোপন ডাইরির পাতায়।
আর,
পর্ব শেষে পর্ব লেখা হয়
একান্তে একাকী আনমনে।
জীবনে অদ্ভুত এক বিবর্তন
যা জীবনজোড়া অগোছালো।
একতরফা অনুভূতি
শুধু তোমার খোঁজে
অর্ধালু দুনয়নের কোণে
বর্ণহীন নির্জনে।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
ভালো লাগলো