একটি গ্রাম এদেশের লক্ষাধিক গ্রামের মতোই—
অন্তর্নিহিত লক্ষ্য খুঁজে পায়নি।
তাই
দুপাশের পিচ রাস্তায়
রাবারের শব্দে জেগে আছে,
জেগে আছে;
বুকে কেবল গুটিপোকার স্বপ্ন।
কয়েকটা ব্যাঙ্ক, একটা হাসপাতাল
আর ইংরেজি মাধ্যম স্কুল,
একরাশ বিষাক্ত সবজির সঙ্গে
ডিজিটাল পরিচয়পত্র।
তুমি নাগরিক হতে চাওনি?
অন্তত নগরের মতন কিছু
ন্যূনতম !
তবে তো নম্বরেই তোমার পরিচয়
নিরাকার সংখ্যা।
এই তো, এই তো
হাজার হাজার হাজার, সংখ্যার সারি—
কেমন এঁকে বেঁকে
মানচিত্র তৈরি করে, রোজ,
চারকে আট বলে ডাকলেও
শূন্য গর্ভধারণ নান্দনিক বরাহ নন্দন।
চকমকি ঠোকা গুহা মানব
কেবল মাংস পোড়ায়নি;
অন্তত একটা নদী॥
গদ্য ছন্দে লেখা একের পর এক সৃষ্ট কবিতা যাঁর লেখনির গুণে অসামান্য হয়ে ওঠে সেই মানুষটি হলেন পূর্ব বর্ধমান জেলার মুরাতিপুরের সামিয়েল সহেল মণ্ডল। কবি সামিয়েল সহেল মণ্ডলের জন্ম ১৯৮৭ সালে।
মুরাতিপুরের মাটিতেই তাঁর বড়ো হয়ে ওঠা, মাধ্যমিক উত্তীর্ণ হন আল আমীন মিশন থেকে। উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন এরুয়ার বি এম ডি পি উচ্চ বিদ্যালয় থেকে। এরপর চন্ডীদাস মহাবিদ্যালয় থেকে স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তিনি। বাংলা এবং ইতিহাস এই দু'টি বিষয়ে তিনি স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন। পড়াশোনা ও লেখালেখির পাশাপাশি তাঁর শখ বিভিন্ন জায়গায় ভ্রমণ করা। নিজের সৃষ্টির জগতে যথেষ্ট ভাবনা চিন্তার ছাপ লক্ষ্য করা যায়। যদিও নিজেকে খামখেয়ালী স্বভাবের মানুষ হিসাবে দেখতেই পছন্দ করেন তিনি। নবতরু ই-পত্রিকায় তাঁর লেখা কবিতাগুলি পাঠক হৃদয় জয় করে নিয়েছে।