কবি শ্বেতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৬৬ সালে। গৃহবধূ শ্রীমতী বন্দ্যোপাধ্যায় সাংসারিক ব্যস্ততার ফাঁকে ভালোবাসেন কবিতা লিখতে। সংগীত চর্চা ও নৃত্যেও বিশেষ আগ্রহ আছে তাঁর। তাঁর লেখা দুটি কবিতা সংকলন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি নবতরু ই-পত্রিকায় লেখালেখি করছেন।
কবিতা পড়লাম।অন্তর ও বাহির যেন ঠেকাঠেকি।
বা: বা: কি সুন্দর ,কবিতায় কথা বলা,কবিতায় পথ চলা।
পড়তে বেশ লাগলো।লেখায় অভিজ্ঞতার ছাপ স্পষ্ট।কিন্ত এইচ টু ও? বুঝলামনা।হয়তো আমার অপারগতা।জানিনা।