Recent Post

এইচ টু ও: শ্বেতা বন্দ্যোপাধ্যায়

এইচ টু ও: শ্বেতা বন্দ্যোপাধ্যায়

সেদিন যখন নাবিক গন্ধ মেখে 
বাজিয়ে ভেঁপু বসলাম বাসে ছুটির খাতা দেখে। 
আকাশের নীচে বেঞ্চি পেতে কালোপানা এক ছেলে 
উড়ন্ত ধোঁয়ার এককাপ চা
সামনে এগিয়ে দিলে। 

 স্যাঁতসেঁতে তার জীবনটাতে সবটাই এলোমেলো 
অলীক বিকেলের স্বপ্নগুলো লাগছে বড়ো জোলো।
কাঁকর ওঠা শরীর জুড়ে ফিনকি দেয় আলো 
এগিয়ে এসে জিজ্ঞেস করে
আর কী লাগবে বলো?

খুঁজছি আলো মোরাম বিছানো পথ  হেঁটে—
মানুষ যেমন আলেয়ার পিছে ছোটে...
হ্যারিকেন-এর দপদপ করা গড়ন
অন্ধকারে কাঁচের গায়ে
যেন অলংকরণ। 

ভুলেই গেছি মানুষের পাশে মানুষ হয়ে বসা
একটি রাতেই দেখলাম একটি তারা খসা।
মিশছে আকাশ অভিসারে ডাকছে কারে প্রিয়, 
আজকে আমার চোখ খুললো
জলই এইচ টু ও।

Author

  • শ্বেতা বন্দ্যোপাধ্যায়:

    কবি শ্বেতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৬৬ সালে। গৃহবধূ শ্রীমতী বন্দ্যোপাধ্যায় সাংসারিক ব্যস্ততার ফাঁকে ভালোবাসেন কবিতা লিখতে। সংগীত চর্চা ও নৃত্যেও বিশেষ আগ্রহ আছে তাঁর। তাঁর লেখা দুটি কবিতা সংকলন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি নবতরু ই-পত্রিকায় লেখালেখি করছেন।

3 thoughts on “এইচ টু ও: শ্বেতা বন্দ্যোপাধ্যায়

  1. কবিতা পড়লাম।অন্তর ও বাহির যেন ঠেকাঠেকি।

  2. বা: বা: কি সুন্দর ,কবিতায় কথা বলা,কবিতায় পথ চলা।

  3. পড়তে বেশ লাগলো।লেখায় অভিজ্ঞতার ছাপ স্পষ্ট।কিন্ত এইচ টু ও? বুঝলামনা।হয়তো আমার অপারগতা।জানিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

    শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
    শৈশব মাখা স্মৃতিতে।
    ভাবনার মেঘে রংধনু আঁকা
    বকের পাখায় লাগে তাই
    ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
    কবিতা / ছড়া

    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

      থমকে দাঁড়িয়ে আছি
      ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      দখিনা বাতাস: বিবেক পাল
      কবিতা / ছড়া

      দখিনা বাতাস: বিবেক পাল

        গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
        পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
        খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
        অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন