Recent Post

উবের চালক: লুৎফুল হক

উবের চালক: লুৎফুল হক

তিলোত্তমায় সারাদিন ধরে বয়ে নিয়ে চলি যাত্রী, 
রাজপথ জানে উবের ছুটছে, সকাল বিকাল রাত্রি। 
যানটা আমার প্রাণটা আমার, দায়টা আমারই যত,
পেটের জ্বালা লুকানো ডিগ্রি, বেকারত্বের ক্ষত।
ফেরার বেলা হিসাব নিয়ে, উবের নিশ্চিন্ত, 
ঘরে ফিরে দেখি বুড়ো বাপ-মা আধপেটা ঘুমন্ত। 
কত জনগণ শতশত মন, বয়ে চলি চুপিসারে, 
অচেনা অজানা গা ঘেঁষাঘেঁষি, কে কার খবর করে।
উবের বিন্দু হচ্ছে সিন্ধু, যা হবে তাই তা হোক,
উবের তোমায় নিয়েই কামাই, আমিই উবের চালক।

Author

  • লুৎফুল হক

    বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার কুস্তোড় গ্রামে জন্মগ্রহণ করেন লুৎফুল হক। বিদ্যালয় জীবন অতিবাহিত হয় ময়ূরেশ্বর উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। অবসর সময়ে সংগীত চর্চা ও লেখালেখি করতে ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় তিনি অনেকগুলি কবিতা প্রকাশ করেছেন, যেগুলি প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন