Recent Post

উপত্যকা: মৃণাল কান্তি ভট্টাচার্য

উপত্যকা: মৃণাল কান্তি ভট্টাচার্য

পিছনে ফেলে এলাম
সারি-সারি গিরি শিখর
সামনে হাতছানি দেয়
গগনচুম্বী পর্বতমালা
হেঁটে চলেছি সবুজ গালিচায়...

ডাইনে বাঁয়ে শাখে-শাখে
সৌরভ ছড়ায় আকাশে বাতাসে
জুঁই, মালতী, হাসনুহানা সব...

বরফ চূড়ায় রৌদ্র ছটা
হাজার বাতির আলো সাজায়
কুলকুল রব তুলে ওই নদী 
বয়ে চলে আপন ধারায়...

রোজনামচায় দিনের শেষে
পাখনা মেলে উড়ে যায়
ঝাঁকে ঝাঁকে কপোত-কপোতী
উপত্যকার ওই নরম গা ঘেঁষে।

Author

  • মৃণালকান্তি ভট্টাচার্য

    অবিভক্ত বর্ধমান জেলায় বর্ধমান সদর শহরে ১৯৮১ সালে জন্ম হয় কবি, সাহিত্যিক ও সাংবাদিক মৃণালকান্তি ভট্টাচার্যের। পিতা—স্বর্গীয় বিশ্বম্ভর ভট্টাচার্য ও মাতা—চম্পা রানি ভট্টাচার্যের সন্তান মৃণালকান্তি ভট্টাচার্যের জীবনের প্রথম ১৫ বছর কেটেছে মাতুলালয় বর্ধমান শহরের সন্নিকটে রামচন্দ্রপুর গ্রামে(বুড়ার)। বুড়ার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা ও পঞ্চপল্লী এমসি হাইস্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে কাটোয়ার উপকন্ঠে অজয় নদী তীরবর্তী বিল্লেশ্বর হাইস্কুলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপন হয়। তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী বিবিএ (অর্থনীতি) এবং ম্যাগনাস স্কুল অফ বিজনেস (কলকাতা) থেকে স্নাতকোত্তর ডিগ্রী এমবিএ (অর্থনীতি) শিক্ষার্জন করেন। বর্তমানে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বেরুগ্রামে বসবাস করেন তিনি। খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মী শ্রীভট্টাচার্য এমবিএ (ফিন্যান্স) পড়াশোনা সমাপন্তে দিল্লি ও কলকাতায় বহুজাতিক সংস্থায় কর্মজীবন শুরু করে বর্তমানে কেতুগ্রাম-২ ব্লকে খাদ্য ও সরবরাহ দপ্তরে কর্মরত। স্কুল জীবন থেকেই লেখালেখির জগতে প্রবেশ করে কবিতা, ছোটগল্প, ভ্রমণ কাহিনি, প্রবন্ধ-সহ উত্তর সম্পাদকীয় প্রতিবেদন সমসাময়িক বাংলা সাহিত্যের বিভিন্ন পত্র-পত্রিকা ও দৈনিক সংবাদপত্রে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে। বাংলা লিটল ম্যাগাজিনের তরফ থেকে পেয়েছেন সাহিত্য সম্মান, কবিরত্ন ও শারদ সম্মান। আনন্দবাজার পত্রিকা আয়োজিত "লেন্স বন্দী পুজোর আনন্দ-২০১৯" প্রতিযোগিতায় বর্ধমান জেলার "সেরা চিত্রগ্রাহক" সম্মান লাভ। ম্যাজিক বুক অফ রেকর্ড (দিল্লি)-এর বিচারে বাংলা সাহিত্য চর্চায় বিশেষ সম্মান স্বরূপ "বেস্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড(২০২১)" লাভ। কঠিন পরিস্থিতিতে উত্তরণের আলো খোঁজাই যেন তাঁর চ্যালেঞ্জ!

One thought on “উপত্যকা: মৃণাল কান্তি ভট্টাচার্য”

  1. মানুষের সৌন্দর্য,প্রকৃতির সৌন্দর্য একাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন