
উপত্যকা: মৃণাল কান্তি ভট্টাচার্য
পিছনে ফেলে এলাম সারি-সারি গিরি শিখর সামনে হাতছানি দেয় গগনচুম্বী পর্বতমালা হেঁটে চলেছি সবুজ গালিচায়... ডাইনে বাঁয়ে শাখে-শাখে সৌরভ ছড়ায় আকাশে বাতাসে জুঁই, মালতী, হাসনুহানা সব... বরফ চূড়ায় রৌদ্র ছটা হাজার বাতির আলো সাজায় কুলকুল রব তুলে ওই নদী বয়ে চলে আপন ধারায়... রোজনামচায় দিনের শেষে পাখনা মেলে উড়ে যায় ঝাঁকে ঝাঁকে কপোত-কপোতী উপত্যকার ওই নরম গা ঘেঁষে।
মানুষের সৌন্দর্য,প্রকৃতির সৌন্দর্য একাকার।