একা একা পথ চলা
হাজারো কথা বলা
লিখে চলা অফুরান,
এ কি অনুরাগ নাকি
শুধুই অভিমান?
অথবা থেমে যাওয়া
সুর হারানো গান?
জানি যাবে না থামা
বিরাম চিহ্নহীন
এ একঘেয়ে জীবনে,
তাই রচি এই খেলা
খেলাঘর গড়ে তোলা
আপনি একাকী মনে
আপনার সনে।
জানি এ মরীচিকা
অধরা, শূন্য ফাঁকা
এই তবু বেঁচে থাকা
ভুলে অভিমান,
জানি একদিন হবেই
এ খেলার অবসান।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
কবিতায় কবিতায় মন ছুঁয়ে যায়। মন জুড়িয়ে যায়।
ধন্যবাদ।