যেদিকে যাই, বললে কথা
পাই না কারও মন
তাকিয়ে দেখি সবার কানে
দুলছে ইয়ারফোন!
ভিড় বাসে কী ঠেলাঠেলি
ঘুমিয়ে সিটে ওরা
শুধাই যদি -- 'কোথায় যাবেন?'
দিব্বি দু-কান জোড়া!
আবার যখন রঙিন ট্রেনে
মাঝেমধ্যে চাপি
চারপাশে সেই গানপোকারা
বন্ধ কথার ঝাঁপি !
কে কত-না গাইয়ে হবে
শ্রোতাই-বা কে কত
ভাবতে গিয়ে আমিই দেখি
হাঁপাই রীতিমতো!
সন্ধেবেলা ফেরার পরে
তাই তো ডাকি -- 'মৌ'...
ও মা দেখি, ব্যস্ত দু-কান
বলল -- 'মুখ-হাত ধোও'!
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।