খসে পড়া পলেস্তারা, চারিদিকে কালো
নিভে গেছে সকল খুশি ঝাড়বাতির আলো
চুন সুড়কির রঙে লেখা, অতীত দিনের গাথা
ভেঙে পড়া ইট গাঁথনি, বলছে সে সব কথা।
আসে না কেউ সাজাতে আর, আলোকমালার সাজ
জ্বলে না আর আকাশ প্রদীপ, নেই তো তার আর কাজ।
রওশন চৌকি আর রোশনাই, খুশবু রজনীগন্ধা
সারা ইমারত জুড়ে নামত, ঝলমল করা সন্ধ্যা
চিকণ চিকণ খনক ছিল, ঠুমরী ঘুঙুর বোলে
আজ জানি না সেসব ঠমক, কোথায় তারা তোলে?
আসে যদি রাজার কুমার, ফিরবে আবার ভালো
দেখবে সবাই জ্বলছে আবার ঝাড়বাতির ওই আলো।
লেখিকা তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী ১৯৭০ সালে খড়্গপুর শহরে জন্মগ্রহণ করেন। বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ লেখিকা সাংসারিক কাজের ফাঁকেই লেখালেখির চর্চা করে যান। তাঁর ভালোলাগার বিষয়—বই পড়া, গল্প করা আর বেড়ানো।
তাঁর লেখার অভ্যাস স্কুল জীবন থেকেই শুরু হয়। গল্প, কবিতা লিখতে ভালো লাগে তাঁর। বহু পত্রিকাতে লেখা প্রকাশিত হয়ে চলেছে নিয়মিতভাবে। ২০১৮ সালে প্রথম প্রকাশিত হয় এমনই এক লেখা। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। তাঁর নিজস্ব সংকলন প্রকাশ পায় ২০১৯ সালে। এই সংকলনটি রাজভবন থেকে স্বয়ং রাজ্যপালের দ্বারা উন্মোচিত হয়।