আসাদের রক্তাক্ত শার্ট ঝুলছে আজ
শিমুল গাছের মগডালে।
প্রতিদিন সকালে সূর্যোদয়ের মতো
দেখা যায় পূর্ব আসমানে
আসাদের রক্তাক্ত শার্টকে।
বাংলাদেশের লাল-সবুজের পতাকার মতো
আসাদের রক্তাক্ত শার্ট ঝুলছে আজ
শিমুল গাছের মগডালে।
অথৈ সাগরে পাঞ্জেরি যেমন জাহাজের মাস্তুলে
থেকে দিক নির্দেশনা দিচ্ছে নাবিককে।
তদ্রূপ আসাদের রক্তাক্ত শার্ট আজ
শিমুল গাছের মগডালে
থেকে দিক নির্দেশনা দিচ্ছে বাঙালি জাতিকে।
তাই আজ আসাদের রক্তাক্ত শার্ট
বাঙালি জাতির প্রাণের পতাকা।
একাধারে লেখক ও কবি অজিত কুমার সিংহ ১৯৭২ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। ঢাকা কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা আরম্ভ করলেও পারিবারিক কারণে সম্পূর্ণ করা সম্ভব হয়নি তাঁর। বর্তমানে তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। স্নাতক স্তরে পড়াশোনা সম্পূর্ণ করার পর থেকেই মূলত তাঁর লেখালেখির সূচনা। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর লেখা কবিতা, উপন্যাস এবং ছোটগল্প। ২০২২ সালে কলকাতায় ১২টি শারদীয় সংকলনে প্রকাশিত হয়েছে তাঁর লেখা কবিতা। সাহিত্যচর্চায় পেয়েছেন একাধিক পুরষ্কার ও সম্মাননা।