Recent Post

আলো-আঁধার করবী দাস

আলো-আঁধার করবী দাস

আলো-আঁধার করবী দাস

মনের রঙ যে কেন এত কালো হয়,
           কেন যে ঘিরে ধরে জটায়ুর জটার মতো চারপাশ।
     কেন বার বার অমোঘ-অশান্তিতে
                      দৈত্য-দানবের মতো অত্যাচার করে দেহের উপর।
           সবসময় যেন বেহুঁশ করতেই ব্যস্ত— 
আঁধারে আলো জ্বালালে তবু কিছু আলো নিয়ে, 
                     উঠান আলো করতে ব্যস্ত হয় সে।
কিন্তু ঘনার আঁধারের এত গহীন নিশ্চল গাঢ়ত্ব যে,
          প্রদীপ জ্বলানোর বার বার নিষ্ফল প্রচেষ্টাও;
                     যেন হৃদয় কুরে কুরে খায়।
এড়িয়ে যাওয়া ডিঙিয়ে যাওয়া পেরিয়ে যাওয়া,
             সবখানে ঘাত-প্রতিঘাতের বিহ্বলতায় মন যেন;
               কঠিন মিশকালো পাথরের ন্যায় নিথর। 
পথ কোথায় —কে বলে দেবে কবে আসবে? 
     সজীবতার সুবাস নিয়ে নতুন সোনালী সকাল 
            যেখানে আলো -আঁধারে, রঙ বেরঙে 
                মিলে মিশে একাকার
জ্যোতির পাশে আভা— তার পাশে বড় আকাশ 
         আর সে আকাশে নিগূঢ় অন্ধকারে, কোটি কোটি নক্ষত্রের সমাবেশ। 

Author

 • করবী দাস

  লেখিকা করবী দাস ১৯৯১ সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার চক পীতাম্বর দত্ত গ্রামে জন্মগ্রহণ করেন। সুন্দরবন আদর্শ বিদ্যানিকেতন ও বাসন্তী উচ্চ বিদ্যালয় থেকে পাঠ গ্রহণ করে কলকাতার শিবনাথ শাস্ত্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা সম্পূর্ণ করে বর্তমানে গৃহশিক্ষকতার কাজে যুক্ত আছেন। পাশাপাশি চলছে লেখালেখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

  থমকে দাঁড়িয়ে আছি
  ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

  বিশদে পড়তে এখানে ক্লিক করুন
  দখিনা বাতাস: বিবেক পাল
  কবিতা / ছড়া

  দখিনা বাতাস: বিবেক পাল

   গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
   পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
   খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
   অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

   বিশদে পড়তে এখানে ক্লিক করুন
   পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
   কবিতা / ছড়া

   পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

    স্বার্থের খেলায় অন্ধ সুজন,
    হারিয়েছে আজ সব প্রয়োজন।
    সময় স্রোতে ভাসে মৃত মন,

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন