মনের রঙ যে কেন এত কালো হয়,
কেন যে ঘিরে ধরে জটায়ুর জটার মতো চারপাশ।
কেন বার বার অমোঘ-অশান্তিতে
দৈত্য-দানবের মতো অত্যাচার করে দেহের উপর।
সবসময় যেন বেহুঁশ করতেই ব্যস্ত—
আঁধারে আলো জ্বালালে তবু কিছু আলো নিয়ে,
উঠান আলো করতে ব্যস্ত হয় সে।
কিন্তু ঘনার আঁধারের এত গহীন নিশ্চল গাঢ়ত্ব যে,
প্রদীপ জ্বলানোর বার বার নিষ্ফল প্রচেষ্টাও;
যেন হৃদয় কুরে কুরে খায়।
এড়িয়ে যাওয়া ডিঙিয়ে যাওয়া পেরিয়ে যাওয়া,
সবখানে ঘাত-প্রতিঘাতের বিহ্বলতায় মন যেন;
কঠিন মিশকালো পাথরের ন্যায় নিথর।
পথ কোথায় —কে বলে দেবে কবে আসবে?
সজীবতার সুবাস নিয়ে নতুন সোনালী সকাল
যেখানে আলো -আঁধারে, রঙ বেরঙে
মিলে মিশে একাকার
জ্যোতির পাশে আভা— তার পাশে বড় আকাশ
আর সে আকাশে নিগূঢ় অন্ধকারে, কোটি কোটি নক্ষত্রের সমাবেশ।
লেখিকা করবী দাস ১৯৯১ সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার চক পীতাম্বর দত্ত গ্রামে জন্মগ্রহণ করেন। সুন্দরবন আদর্শ বিদ্যানিকেতন ও বাসন্তী উচ্চ বিদ্যালয় থেকে পাঠ গ্রহণ করে কলকাতার শিবনাথ শাস্ত্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা সম্পূর্ণ করে বর্তমানে গৃহশিক্ষকতার কাজে যুক্ত আছেন। পাশাপাশি চলছে লেখালেখি।