গরিব হয়ে জন্মে তো আর অপরাধী নয়
পরিস্থিতিকে হার মানিয়ে দিন কাটাতে হয়।
ভাগ্যের কাছে বারবার হেরে জয়ের আশায় থাকি
মনের যত ক্ষতগুলোকে হাসি দিয়ে ঢেকে রাখি।
সুখের খাতায় হয়ত আমার নামটাই নেই লেখা,
অনেক খুঁজে কখনও আমি পাইনি যে তার দেখা।
শেষ পাতারই শেষ লাইনে সুখের দেখা পেয়ে
আরেকটা বই যেই খুলেছি আত্মহারা হয়ে।
সেই বইটার প্রথম পাতায় দুঃখ কেঁদে বলে
সুখকে পেয়ে কেমনে তুমি আমারে গেলে ভুলে।
ধনী-গরিব কেউ নাই বাদ আর একটা বই-এ লেখা
সবার জীবনেই সুখ-দুঃখ বারবার দেবে দেখা।
তরুণ কবি আইনলু হক বীরভূম জে লার ময়ূরে শ্বর থানার কুস্ত োর গ্রামে ১৯৯৮ সালে জন্মগ্রহণ করে ন। খুব ছ োটবে লা
থে কে ই লে খালে খি র সঙ্গে যুক্ত ছি লে ন তি নি । স্বরচি ত কবি তা ও নাটক লে খালে খি র পাশাপাশি অভি নয়ে র দি কে ও
বি শে ষ আগ্রহ আছে তাঁর। ছ োটদে র জন্য লে খা তাঁর একাধি ক নাটক গ্রামে র সাংস্কৃতি ক অনষ্ঠু ানে ও বি দ্যালয়ে বহুবার
মঞ্চস্থ হয়ে ছে । ছ োটবে লায় মামার বাড়ি ডাবকু গ্রামে প্রথম ও দ্বি তীয় শ্রে ণি র পড়াশ োনা করার পরে
নি জে র গ্রামে এসে প্রাথমি ক শি ক্ষা শে ষ হয়। ময়ূরে শ্বর উচ্চবি দ্যালয় থে কে উচ্চমাধ্যমি ক পাশ করার পর সাঁইথি য়া
অভে দানন্দ মহাবি দ্যালয়ে পড়াশ োনা শুরু হলে ও বি শে ষ কারণে শে ষ করা হয়নি । বর্তমানে কর্ণার্ণটকে র ব্যাঙ্গাল োরে এক
প্রাইভে ট ক োম্পানি তে সামান্য অভি জ্ঞতা নি য়ে কাজ শুরু করে ন কাজ করার পাশাপাশি চলছে হাতে র কলম ।